Santipur: বিয়ে করতে যাওয়ার আগে ‘মাথায় হাত দিয়ে’ বসে পড়লেন বর, এমনটাও ঘটতে পারে?

Santipur: জানা গিয়েছে, মীর সৌরভ সিদ্দিকি ও তাঁর নব স্ত্রীর জন্য একটি ২৫ গ্রামের সোনার হার এবং ১ ভরির বেশি একজোড়া কানের দুল বানিয়েছিলেন। সোমবার ছিল তাঁর বিবাহ। রাতে বিয়ে করতে যাওয়ার সময় হঠাৎ দেখেন সুরক্ষিত স্থান থেকে সোনার গহনা দু'টি উধাও।

Santipur: বিয়ে করতে যাওয়ার আগে 'মাথায় হাত দিয়ে' বসে পড়লেন বর, এমনটাও ঘটতে পারে?
নদিয়ায় চুরিImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2024 | 6:59 PM

শান্তিপুর: বিয়ে করতে যাচ্ছিলেন। সেই মতো তৈরিও হয়ে যান। বেরনোর আগেই চমকে উঠলেন বর। গোটা বিয়ে বাড়ি জুড়ে হইচই পড়ে গেল। উঠল খোঁজ খোঁজ রব। কিন্তু কী হয়েছে? নদিয়ার শান্তিপুর থানার কেসি দাস রোড মুসলিম স্কুল সংলগ্ন এলাকার ঘটনা।

জানা গিয়েছে, মীর সৌরভ সিদ্দিকি ও তাঁর নব স্ত্রীর জন্য একটি ২৫ গ্রামের সোনার হার এবং ১ ভরির বেশি একজোড়া কানের দুল বানিয়েছিলেন। সোমবার ছিল তাঁর বিবাহ। রাতে বিয়ে করতে যাওয়ার সময় হঠাৎ দেখেন সুরক্ষিত স্থান থেকে সোনার গহনা দু’টি উধাও। অর্থাৎ কেউ বা কারা চুরি করে নিয়েছে। এরপর শোরগোল পড়ে যায় গোটা পরিবারে। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে চুরির ঘটনার তদন্ত শুরু করে।

মঙ্গলবার পরিবারের অভিযোগের ভিত্তিতে দু’জনকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। পরিবারের দাবি, এই চুরির ঘটনার পিছনে পরিচিত কেউ জড়িত রয়েছে। তাঁরা চাইছেন অতি সত্বর পুলিশ তদন্ত করে চুরির কুলকিনারা খুঁজে বের করে সোনার গহনাগুলি উদ্ধার করার চেষ্টা করুক। জানা গিয়েছে, মঙ্গলবার মীর সৌরভ সিদ্দিকির বৌভাত, কিন্তু হঠাৎই বাড়িতে দুঃসাশিক চুরির ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে তার গোটা পরিবার।