Nadia: সক্কাল-সক্কাল মা কালীর এমন রূপ! হাড়হিম ঘটনা নদিয়ায়
এ দিন, ভোরে স্থানীয় এক মৎস্যজীবী কাজে যাওয়ার সময় লক্ষ্য করেন মন্দিরের প্রণামী বাক্সটি মন্দির থেকে দূরে পড়ে আছে। তখন তিনি গ্রামে খবর দেন। গ্রামের মানুষ ও কমিটির লোকজন লক্ষ্য করেন প্রায় পাশাপাশি দুটো মন্দিরের তালা ভাঙা।

নদিয়া: সকালবেলা যাচ্ছিলেন রাস্তা দিয়ে। তখনই সন্দেহ হয়েছিল। তবে কালী মন্দিরের কাছে যেতেই মাথায় হাত। এমন ঘটনা! রাতের অন্ধকারে কেউ বা কারা পরপর দু’টো কালী মন্দিরে দুঃসাহসী চুরি করে নিয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে তেহট্টের সাহাপুর গ্রামে।
এ দিন, ভোরে স্থানীয় এক মৎস্যজীবী কাজে যাওয়ার সময় লক্ষ্য করেন মন্দিরের প্রণামী বাক্সটি মন্দির থেকে দূরে পড়ে আছে। তখন তিনি গ্রামে খবর দেন। গ্রামের মানুষ ও কমিটির লোকজন লক্ষ্য করেন প্রায় পাশাপাশি দুটো মন্দিরের তালা ভাঙা। দু’টো মন্দিরে মায়ের অঙ্গে থাকা বিভিন্ন সোনা ও রুপোর অলংকার উধাও। দু’টি মন্দিরের কর্মকর্তারা জানান, প্রণামী বাক্স এবং মায়ের অঙ্গে থাকা অলঙ্কার মিলিয়ে আনুমানিক দু’লক্ষ টাকার ওপরে চুরি হয়েছে।
স্থানীয় মন্দির কমিটি সদস্য সঞ্জয় হালদার, তপন বিশ্বাসরা বলেন, “কুয়াশা ঘন শীতের রাতে কাঁটাতার সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় সাহাপুর গ্রামের পরপর দু’টি মন্দিরে মায়ের অলঙ্কার প্রণামী বাক্সের টাকা সহ সমস্ত কিছুই লুট করে নিয়েছে দুষ্কৃতীরা। সোনা ও রুপোর অলংকার এবং নগদ মিলিয়ে প্রায় দুই লক্ষ টাকার উপরে চুরি হয়েছে। শুধু আমাদের গ্রামে নয় এই ধরনের চুরি বিভিন্ন জায়গায় ঘটছে। এই ধর্মীয় স্থানে চুরির ঘটনায় গ্রামে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।”
