Tamanna: হাসপাতালেও শান্তি নেই! পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ পরিবারের, আশঙ্কাজনক তামান্নার মা
Kaligunj: তামান্না খুনের মামলায় অভিযুক্ত হিসেবে ২৪ জনের তালিকা ছিল। ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তামান্নার মাকে বাকি অভিযুক্তরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ। তার জেরেই এই সিদ্ধান্ত নেন সাবিনা, দাবি পরিবারের। এবার পুলিশের বিরুদ্ধেই উঠল বিস্ফোরক অভিযোগ।

কালীগঞ্জ: চোখের সামনে নাবালিকা কন্যার মৃত্যু দেখেছিলেন মা সাবিনা। সেই মানসিক আঘাত এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। তার মধ্যেই নতুন আতঙ্ক। হুমকি দিয়ে যাচ্ছে তারাই, যারা সেদিন তামান্নার মৃত্যুর পিছনে ছিল! পরিবারের অভিযোগ, সেই আতঙ্কেই ঘুমের ওষুধ খেয়েছেন সাবিনা। কিন্তু হাসপাতালেও শান্তি নেই। সুস্থ না হওয়া সত্ত্বেও পুলিশের চাপে সাবিনাকে বাড়ি ফিরতে হয় বলে অভিযোগ। এবার আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে।
কালীগঞ্জে তৃণমূলের বিজয়োৎসব থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় কিশোরী তামান্নার। অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে তাঁর মা সম্প্রতি ভর্তি হন শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু একদিন পরই বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। সাবিনার পরিবারের অভিযোগ, চিকিৎসকরা ছুটি দেননি, ছাড়তে চাননি। পুলিশ সাবিনাকে জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল বলে অভিযোগ। পুলিশ গাড়ি করে নিয়ে গিয়ে বাড়ি পৌঁছে দিয়ে এসেছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বুধবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবার সিদ্ধান্ত নেয়, কলকাতায় বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে সাবিনার।
আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় নিয়ে আসা হচ্ছে তাঁকে। বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো হবে বলে জানা গিয়েছে।
তামান্না খুনের মামলায় অভিযুক্ত হিসেবে ২৪ জনের তালিকা ছিল। ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তামান্নার মাকে বাকি অভিযুক্তরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ। তার জেরেই এই সিদ্ধান্ত নেন সাবিনা, দাবি পরিবারের। এবার পুলিশের বিরুদ্ধেই উঠল বিস্ফোরক অভিযোগ।
