Kaliganj Bye-Election: এগিয়ে ‘লাল-সাহেবের’ মেয়ে, আশাবাদী তৃণমূল! কালীগঞ্জে দ্বিতীয় স্থান ছুঁয়ে ‘পারদপতন’ কংগ্রেসের

Kaliganj Bye-Election: দ্বিতীয় স্থান দখল করে নিয়েছেন পদ্ম শিবির মনোনীত প্রার্থী আশিস ঘোষ। দ্বিতীয় পর্যায়ের ব্যালট গণনা শেষে প্রায় ৪ হাজারের অধিক ভোট পেয়েছেন তিনি। বাম সমর্থিত কংগ্রেসপ্রার্থী কাবিলউদ্দিন শেখ পেয়েছেন ৩ হাজারের মতো ভোট।

Kaliganj Bye-Election: এগিয়ে লাল-সাহেবের মেয়ে, আশাবাদী তৃণমূল! কালীগঞ্জে দ্বিতীয় স্থান ছুঁয়ে পারদপতন কংগ্রেসের
Image Credit source: Getty Image

| Edited By: Avra Chattopadhyay

Jun 23, 2025 | 10:01 AM

নদিয়া: শেষ হয়েছে পোস্টাল ব্যালটের দ্বিতীয় রাউন্ডের গণনা। বাবা নাসিরুদ্দিন আহমেদের ‘ঐতিহ্য’ যেন এখনও পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়েছেন কর্পোরেট চাকরি ছেড়ে মেঠো রাজনীতি নামা আলিফা আহমেদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় রাউন্ড শেষে মোট ৭ হাজার ভোট পেয়েছেন এই তৃণমূলের প্রার্থী। এগিয়ে রয়েছে ৩ হাজার ভোটের জোরে।

অন্য দিকে, দ্বিতীয় স্থান দখল করে নিয়েছেন পদ্ম শিবির মনোনীত প্রার্থী আশিস ঘোষ। দ্বিতীয় পর্যায়ের ব্যালট গণনা শেষে প্রায় ৪ হাজারের অধিক ভোট পেয়েছেন তিনি। বাম সমর্থিত কংগ্রেসপ্রার্থী কাবিলউদ্দিন শেখ পেয়েছেন ৩ হাজারের মতো ভোট।

ইতিমধ্যে শুরু গিয়েছে পঞ্চম রাউন্ডের গণনা। সকাল থেকেই কালীগঞ্জ ঘিরে গুমোট আবহ তৈরি হয়েছিল রাজ্যের আকাশে। লাল-সাহেবের মেয়েকে নিয়ে প্রথম থেকেই ‘আশাবাদী’ ছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বেলা গড়াতেই সেই প্রত্যাশা যে ভুল নয়, তা ধীরে ধীরে ফুটে উঠেছে।

তবে কালীগঞ্জে প্রথম রাউন্ডের গণনায় মাইলেজ পেয়েছিল বাম-কংগ্রেস জোট। বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে এসে গিয়েছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী,  প্রথম রাউন্ডের ব্যালট গণনা শেষে তৃণমূূল প্রার্থী মোট ভোট পেয়েছিলেন প্রায় সাড়ে ৪ হাজার। এগিয়ে ছিলেন ২ হাজার ৬১৫ ভোটে। দ্বিতীয় স্থানে ঢুকে পড়েছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। তাঁর মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ১ হাজার ৮৩০। তৃতীয় স্থানে ছিলেন বিজেপি মনোনীত প্রার্থী আশিস ঘোষ। তাঁর প্রাপ্ত ভোট ছিল ১ হাজারের সামান্য অধিক।