AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayat Elections 2023: ‘দলে কোনও অনুশাসন নেই’, পঞ্চায়েত প্রার্থী নিয়ে ক্ষোভ উগরে দিলেন তেহট্টের তৃণমূল বিধায়ক

Tapas Saha: নদিয়ার তেহট্টের বিধায়ক দলের বিশৃঙ্খলায় ক্ষুব্ধ। তিনি সাফ জানিয়েছেন, তাঁর দলে কোনও অনুশাসন নেই। কোনও সুস্পষ্ট নির্দেশিকা নেই। শুধু এই কথা বলেই থেমে থাকেননি তাপস। দলেরই একটা অংশ তৃণমূল কংগ্রেসকে শেষ করে চাইছে বলে অভিযোগ তাঁর।

Panchayat Elections 2023: ‘দলে কোনও অনুশাসন নেই’, পঞ্চায়েত প্রার্থী নিয়ে ক্ষোভ উগরে দিলেন তেহট্টের তৃণমূল বিধায়ক
তাপস সাহা
| Edited By: | Updated on: Jun 14, 2023 | 10:08 PM
Share

তেহট্ট: পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজনৈতিক অশান্তির ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসক তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি গোষ্ঠীদ্বন্দ্বেও জেরবার তৃণমূল কংগ্রেস। দলের মধ্যে এই বিশৃঙ্খলা নিয়ে এ বার মুখ খুললেন তৃণমূল বিধায়ক তাপস সাহা। নদিয়ার তেহট্টের বিধায়ক দলের বিশৃঙ্খলায় ক্ষুব্ধ। তিনি সাফ জানিয়েছেন, তাঁর দলে কোনও অনুশাসন নেই। কোনও সুস্পষ্ট নির্দেশিকা নেই। শুধু এই কথা বলেই থেমে থাকেননি তাপস। দলেরই একটা অংশ তৃণমূল কংগ্রেসকে শেষ করে চাইছে বলে অভিযোগ তাঁর।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে তেহট্টের বিধায়ক মুখোমুখি হয়েছিলেন টিভি৯ বাংলার প্রতিনিধি। তখন তাঁকে প্রশ্ন করা হয়, “একাধিক বুথে তৃণমূলের প্রতীক চিহ্ন দাবি করে নমিনেশন জমা দেওয়া হচ্ছে কেন?” এর উত্তরে তাপস সাহা বলেছেন, “একটা পক্ষ দলকে শেষ করার চেষ্টা করছে। আমরা, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি এবং আমি নিজে যেভাবে দল বলেছিল সেই ভাবে তালিকা পাঠিয়েছিলাম। এখন শুনছি সেই তালিকা নয়ছয় করা হয়েছে। যাঁরাই করুক অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, বিধায়ককে বাদ দিয়ে করেছে। এর দায়দায়িত্ব আমরা নিতে পারব না।” তবে শুধু দায় এড়ানোর কথা বলেই ক্ষান্ত থাকেননি তাপস। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, “এ সব প্রার্থীকে যাঁরা নিয়ে এসেছেন, তাঁরা জিতিয়ে দেখাক।”

এর পরই ক্ষোভ উগরে তাপস বলেছেন, “দলে কোনও অনুশাসন নেই। কোনও নির্দেশিকা নেই। উপর থেকে কোনও গাইডেন্স নেই। কে কার কথা শুনবে এ নিয়ে দলের মধ্যে কোনও নিয়ন্ত্রণ নেই।”