North 24 Pargana: বাড়ির পাশের গর্তে ভাসছে দেহ, ঘুম থেকেই উঠে আর মেয়ের মুখ দেখা হল না মায়ের
North 24 Pargana: স্থানীয় সূত্রে খবর, শিশুটির পরিবার ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকে। সেখানেই বর্তমানে মালিকের নতুন বাড়ি তৈরির কাজ চলছে। সে কারণেই খোঁড়া হয়েছিল গর্ত। এদিন বিকালে ঘরে ঘুমাচ্ছিলেন শিশুটির মা। ফলে কখন ঘরের বাইরে চলে গিয়েছে বাচ্চাটি তা তিনি খেয়াল করেননি।

বাদুড়িয়া: নতুন বাড়ির তৈরির কাজ চলছিল। পুরনো বাড়ির পাশেই খোঁড়া হয়েছিল গর্ত। রাত থেকে টানা বৃষ্টিতে জমেছিল জল। তাতেই পড়ে মৃত্যু হল ৬ বছরের শিশুর। ঘটনাটি বাদুড়িয়া থানার দক্ষিণ চাতরা এলাকায়। স্থানীয় বাসিন্দারাই প্রথম শিশুটিকে গর্তের মধ্যে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে হাবরা হাসপাতলে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শিশু কন্যাটির নাম কোয়েল সরকার।
স্থানীয় সূত্রে খবর, শিশুটির পরিবার ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকে। সেখানেই বর্তমানে মালিকের নতুন বাড়ি তৈরির কাজ চলছে। সে কারণেই খোঁড়া হয়েছিল গর্ত। এদিন বিকালে ঘরে ঘুমাচ্ছিলেন শিশুটির মা। ফলে কখন ঘরের বাইরে চলে গিয়েছে বাচ্চাটি তা তিনি খেয়াল করেননি। দেখেননি বাড়ির অন্যান্য সদস্যরা। খানিক পরে খোঁজাখুঁজি শুরু হতেই আসল ঘটনা সামনে আসে। দেখা যায় বাড়ির সামনে খোঁড়া গর্তে পড়ে রয়েছে শিশুটি। দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় শোকের ছায়া মৃত শিশুর পরিবারে।
ঘটনায় শোকের আবহ বাড়ির মালিকের পরিবারেও। বাড়ির মালিক প্রদ্যুৎ সরকার বলেন, “ওরা তো আমাদের বাড়িতে প্রায় ২ বছর ভাড়া আছে। ওর মা ঘুম থেকে উঠে দেখে জলের মধ্যে ভাসছে। এদিন বিকাল ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ওরা দুই বোন ছিল। ছোটটা আজ মারা গিয়েছে। খুবই খারাপ লাগছে।”
