Sandeshkhali: সন্দেশখালি থেকে এসেছিল সাপ, মনসার পালা-গানের আসরেই ঘটল বিপত্তি

Sandeshkhali: সন্দেশখালির জেলিয়াখালি থেকে মনসার পালা গানের ১১ জনের একটি দল হিঙ্গলগঞ্জের ১১ নম্বর স্যান্ডেলবিল এলাকার বারোয়ারি মন্দিরে এসেছিল। সেখানেই বসেছিল আসর। ভিড়ও হয়েছিল ভালই। জমে উঠেছিল গান। কিন্তু, আচমকাই হরিশ চন্দ্রের চিৎকারে ছন্দপতন।

Sandeshkhali: সন্দেশখালি থেকে এসেছিল সাপ, মনসার পালা-গানের আসরেই ঘটল বিপত্তি
শোরগোল এলাকায় Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 25, 2024 | 12:01 AM

হিঙ্গলগঞ্জ: মনসার পালা-গানে সাপের খেলা। এ ছবি এখনও বর্তমান গ্রামে-গঞ্জে। সাপে কামড়ালে অনেকেই এখনও ছোটেন মনসা মন্দিরেই। এবার সাপ নিয়ে মনসার পালা গান করতে গিয়ে সাপের কামড় খেয়ে হাসপাতালে ঠাঁই হল এক ব্যক্তির। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে হিঙ্গলগঞ্জের ১১ নম্বর স্যান্ডেলবিল এলাকায়। বর্তমানে স্যান্ডেলবিল গ্রামীণ হাসপাতালে ভর্তি হরিশ চন্দ্র নামে ওই ব্যক্তি। 

সূত্রের খবর, সন্দেশখালির জেলিয়াখালি থেকে মনসার পালা গানের ১১ জনের একটি দল হিঙ্গলগঞ্জের ১১ নম্বর স্যান্ডেলবিল এলাকার বারোয়ারি মন্দিরে এসেছিল। সেখানেই বসেছিল আসর। ভিড়ও হয়েছিল ভালই। জমে উঠেছিল গান। কিন্তু, আচমকাই হরিশ চন্দ্রের চিৎকারে ছন্দপতন। দেখা যায় যে সাপ নিয়ে তিনি খেলা দেখাচ্ছিলেন সেটিই কামড়ে দিয়েছে তাঁকে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। গ্রামের বাসিন্দারাই দ্রুত তাঁকে উদ্ধার করে হিঙ্গলগঞ্জের ৯ নম্বর স্যান্ডেলবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। 

হরিশ চন্দ্র বলছেন, “মনসার গান করতে করতে খেলা দেখাচ্ছিলাম। তখনই আচমকা সাপটা কামড়ে দেয়। যাঁদের এলাকায় গান করতে এসেছিলাম ওরাই আমাকে হাসপাতালে ভর্তি করে।” গ্রামের এক বাসিন্দা বলছেন, “পালা গানের আসরে সাপ নিয়ে খেলা দেখাচ্ছিল। আচমকা সাপটা ওকে কামড়ে দেয়। ঘটনা দেখা মাত্রই আমরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ডাক্তারেরাও দ্রুত চিকিৎসা শুরু করে দেন। এখন উনি ভালই আছেন।”