Minakhan: বিধবা ভ্রাতৃবধূর দিকে নজর ছিল, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে… ছি ছি পড়ল মিনাখাঁয়
Minakhan: নির্যাতিতা মহিলা যখন মিনাখাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আসেন, তখনও তাঁকে মারধর, খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। অভিযোগ দায়েরের পর মহিলার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে মিনাখাঁ হাসপাতালে।

মিনাখাঁ: বাড়িতে বিধবা ভ্রাতৃবধূ একা। এর জন্যই যেন অপেক্ষা করছিল ভাসুর। বাড়িতে আর কেউ না থাকার সুযোগ নিয়ে ভ্রাতৃবধূকে ধর্ষণের অভিযোগ উঠল ভাসুরের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানা এলাকার। শুক্রবার অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ওই মহিলা। তাঁর আরও অভিযোগ, ঘটনার কথা কাউকে জানালে খুন করে দেবে বলেও ভাসুর হুমকি দিয়েছে।
ওই মহিলার অভিযোগ, গত রবিবার সন্ধ্যাবেলা যখন বাড়ির অন্য সদস্যরা কেউ বাড়িতে ছিল না, তখন তাঁর ভাসুর জোর করে রুমে ঢোকেন। মারধর করেন। তাঁর মুখ চেপে ধরে ধর্ষণ করেন বলে অভিযোগ। এই ঘটনার পর মহিলা অসুস্থ হয়ে পড়েন। এদিন ভাসুরের বিরুদ্ধে মিনাখাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
নির্যাতিতা মহিলা যখন মিনাখাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আসেন, তখনও তাঁকে মারধর করা হয়। খুনেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ। অভিযোগ দায়েরের পর মহিলার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে মিনাখাঁ হাসপাতালে।
এই খবরটিও পড়ুন




নির্যাতিতা মহিলা অভিযোগ করেন, “গত রবিবার সন্ধ্যায় আমার ঘরে ঢুকে মারধর করে ভাসুর। আমায় ধর্ষণ করে। বলেছে, কাউকে জানালে খুন করে দেবে। আজকে থানায় আসব জেনে ভাসুরের ছেলে, মেয়ে, বউ আমায় মেরেছে। দা দিয়ে কোপাতেও আসে। আমি আতঙ্কে রয়েছি। জানি না, বাড়ি গেলে কী করবে। ন্যায়বিচার চাই আমি।” এই নিয়ে এখনও অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ।





