Arjun Singh: অর্জুন সিং-কে চমকাচ্ছেন, ‘বাড়াবাড়ি করিস না, কী করবি? কিচ্ছু করতে পারবি না….’, বারাকপুরের বুকে এ কোন ‘বনি’?
Arjun Singh: সকালে ভোট পরিদর্শনে যাচ্ছিলেন অর্জুন সিং। অভিযোগ তখন একদল যুবক তাঁকে রাস্তায় ঘিরে ধরে 'গো ব্যাক' স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর জল গড়ায় আরও অনেক দূর।
বারাকপুর: ভোটে তপ্ত বারাকপুর। অর্জুন সিং-কে দেখে ‘গো ব্যাক’ স্লোগান। মহিলা বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন অর্জুন সিং। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সংবাদমাধ্যমের সামনেই অর্জুন সিংকে হুমকি দিতে দেখা গেল এক যুবককে। উল্লেখ্য এই যুবকের বিরুদ্ধেই অভিযোগ তুলছিলেন অর্জুন। আর তা শোনা মাত্রই ওই যুবক ক্যামেরার সামনেই অর্জুনকে পাল্টা হুঁশিয়ারি দেন।
সকালে ভোট পরিদর্শনে যাচ্ছিলেন অর্জুন সিং। অভিযোগ তখন একদল যুবক তাঁকে রাস্তায় ঘিরে ধরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর জল গড়ায় আরও অনেক দূর। অভিযোগ ওঠে, এক মহিলা কর্মী ভোট দিতে যাচ্ছিলেন। তাঁর ওপরেও হামলা হয়। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এরপর ওই এলাকায় এসে পৌঁছন অর্জুন সিং। সংবাদমাধ্যমের কর্মীরাও সেখানে ছিলেন। পরিস্থিতি এমন হয়, যে রাস্তার এক প্রান্তে অভিযুক্ত, আরেক প্রান্তে অর্জুন সিং। এক জন আরেক জনের দিকে তেড়ে যাচ্ছেন। তাঁদের আটকাচ্ছেন অনুগামীরা। অভিযুক্তের সামনে দাঁড়িয়েই অর্জুন সিং বলতে থাকেন, “আমি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। ভোট দিতে যাচ্ছিল মেয়েটাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। ও একটা ক্রিমিন্যাল। পরিচিত ক্রিমিন্যাল। আমাকে থ্রেট দিচ্ছে।”
অর্জুন একথা বলা মাত্রই তেড়েফুঁড়ে ওঠেন ওই যুবক। তিনি বলতে থাকেন, “কোন মহিলাকে আমি মেরেছি বলুন। আমি ক্রিমিন্যাল? কে বলছে আমাকে ক্রিমিন্যাল? অর্জুন সিং আমার নাম বনি। আমি বনি। কী করবি? কিচ্ছু করতে পারবি না। বাড়াবাড়ি করিস না। একদম বাড়াবাড়ি করবি না।” ঘটনাকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে পুলিশ।