AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh Exclusive: রাজু যদি একবার বলত… আফশোসের কথা শোনালেন অর্জুন

Raju Jha Murder Case: যেখানে এতটা ভাল সম্পর্ক, এতটা পরিচিতি রাজু ও সাংসদের, সেখানে এমন কোনও আশঙ্কার কথা কি কোনওদিন অর্জুনকে বলেছিলেন রাজু?

Arjun Singh Exclusive: রাজু যদি একবার বলত... আফশোসের কথা শোনালেন অর্জুন
অর্জুন সিং
| Edited By: | Updated on: Apr 08, 2023 | 5:37 PM
Share

কলকাতা: রাজু ঝা (Raju Jha) খুনের পর থেকেই রহস্য দানা বাঁধতে শুরু করেছে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে রাজুর একটি পুরনো ভিডিয়ো। সেই সময়েই রাজুর মুখে আশঙ্কার কথা শোনা গিয়েছিল। ভিডিয়োয় রাজুকে বলতে শোনা যাচ্ছে, আমার মুখ না খুললে সবার জন্যই মঙ্গল। কারণ, আমি যদি কথা বলি তাহলে অনেকেরই অসুবিধা হবে।’ জানা যাচ্ছে, এই ভিডিয়ো ২০২১ সালের মার্চ মাসে। রাজুর কথা থেকেই স্পষ্ট, সেই সময় থেকেই কিছু একটা আশঙ্কা করছিলেন তিনি। তারপর দুই বছর পেরিয়ে এসে শক্তিগড়ে ভরসন্ধেয় গুলিতে ঝাঁঝরা হয়ে খুন হন রাজু। আর এই রাজু সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) পূর্ব পরিচিত। সাংসদ বলছেন, তাঁর দেশের বাড়ি থেকে দশ কিলোমিটার দূরেই রাজুর বাড়ি। রাজুর মৃত্যুর পরেও তাঁর পরিবারের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে অর্জুন সিংকে। যেখানে এতটা ভাল সম্পর্ক, এতটা পরিচিতি রাজু ও সাংসদের, সেখানে এমন কোনও আশঙ্কার কথা কি কোনওদিন অর্জুনকে বলেছিলেন রাজু?

সাংসদ বলছেন, রাজুর সঙ্গে কারও শত্রুতা ছিল কি না কিংবা কেউ রাজুর ক্ষতি করছে কি না, সেই সব বিষয়ে কোনওদিন কিছু জানতে পারেননি তিনি। টিভি নাইন বাংলাকে অর্জুন বললেন, ‘রাজু খুব ক্যাজুয়াল ছিল। কারও সঙ্গে শত্রুতা বা কে ওকে মারবে, সেই ব্যাপারে কোনওদিন কিছু বলত না। যদি বলত, তাহলে আমি ওকে পরামর্শ দিতাম সতর্ক থাকতে বা ব্যক্তিগত কিছু নিরাপত্তারক্ষী সঙ্গে রাখতে বলতাম। কিন্তু আমার সঙ্গে এই বিষয়ে কোনও কথা বলেনি, এটা আমার দুর্ভাগ্য। যদি কেউ মারতে চায়, তাহলে বাঁচা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু তাও কিছুটা প্রোটেকশন থাকত। ওর একটা প্রোটেকশন নেওয়া উচিত ছিল।’

সাংসদ বুঝিয়ে দিলেন, রাজুর সঙ্গে পরিচিতি যথেষ্ট ভাল থাকলেও, কখনও ঘুনাক্ষরেও টের পাননি রাজুর প্রাণ সংশয়ের কথা। যদি এমন কিছুর আভাস তিনি পেতেন, তাহলে রাজুকে সতর্ক হওয়ার পরামর্শ দিতেন।