Bangladesh: মুম্বইতে কাজ করা এই মা-মেয়েই শেষে কি না…, পরিচয় দেখেই স্তম্ভিত পুলিশ
Bangladesh: পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রুনা খাতুন ও হাসিনা বেগম। তাঁরা বাংলাদেশের নড়াইলের বাসিন্দা। বুধবার তাদের গাইঘাটা থানার কাহনকিয়া এলাকা থেকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা মাস ছয়েক আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের প্রবেশ করে।
বাংলাদেশি: একদিকে যেমন তৎপর বিএসএফ। তেমনই তৎপর পুলিশ। দেদার চলছে ধরপাকড়। হামেশাই ধরা পড়ছে অনুপ্রবেশকারী। এবার আরও তিন বাংলাদেশি ধরা পড়ল পুলিশের জালে। অভিযুক্তরা সম্পর্কে মা ও মেয়ে। তাঁদের সঙ্গে রয়েছে এক শিশুও। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রুনা খাতুন ও হাসিনা বেগম। তাঁরা বাংলাদেশের নড়াইলের বাসিন্দা। বুধবার তাদের গাইঘাটা থানার কাহনকিয়া এলাকা থেকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা মাস ছয়েক আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের প্রবেশ করে। এতদিন তাঁরা মুম্বইতে কাজ করছিলেন। চোরাপথে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য তাঁরা গাইঘাটার কাহনকিয়া এলাকায় এসেছিল। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যেই অনুপ্রবেশ যেন বেড়েছে বাংলায়। শুধু তাই নয়, এ রাজ্য থেকে গ্রেফতার হয়েছে একের পর এক জঙ্গি। যার জেরে আরও তৎপর বিএসএফ থেকে শুধু করে পুলিশ। তবে শুধু এ রাজ্যই নয়, একই সঙ্গে অসম-ত্রিপুরা থেকে গ্রেফতার আরও একাধিক জঙ্গি গ্রেফতার হয়েছে।