
হাকিমপুর: বাক্স-প্যাঁটরা নিয়ে শয়ে শয়ে মানুষ অপেক্ষায়। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাবেন। তারপরও গতকাল টিভি৯ বাংলার বুম দেখেই ফুঁসে উঠেছিলেন কয়েকজন। টিভি৯ বাংলার সাংবাদিককে ধাক্কা দেওয়া হয়। দাবি করা হয়, এখানে কোনও রোহিঙ্গা কিংবা বাংলাদেশি থাকেন না। সেই ঘটনার ২৪ ঘণ্টা পর উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে একই ছবি। পরিবার নিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য অপেক্ষায় বহু মানুষ। এদিন অবশ্য সংবাদমাধ্যমের কাছে কেউ মুখ খুললেন না।
হাকিমপুর সীমান্তে এদিন সকালে গিয়ে দেখা গেল, ২ শতাধিক মানুষ অপেক্ষা করছেন। তাঁদের প্রশ্ন করা হয়, ভারতে কোথায় থাকতেন? বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? সেই প্রশ্ন শুনে কেউ মুখ ঘুরিয়ে রাখলেন। কেউ সাংবাদিকের দিকে চেয়েই রইলেন। কেউ মাথা নিচু করে বসে রইলেন। কিন্তু, একটা শব্দও কেউ বললেন না।
রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর চোরাপথে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে অনেক বাংলাদেশি ধরা পড়েন। তাঁরা অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন বলে অভিযোগ। এসআইআর শুরু হতেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলা ছেড়ে চলে যাচ্ছেন বলে একাধিক ভিডিয়ো সামনে এনেছে বিজেপি।
বিগত বেশ কয়েকদিন ধরে হাকিমপুর সীমান্তে চলছে পুশব্যাক প্রক্রিয়া। বাংলাদেশে ফেরার জন্য বহু মানুষ সীমান্তে অপেক্ষা করছেন। গতকাল তাঁদের অনেককেই বাংলাদেশ ফেরত পাঠানোর কথা ছিল। বাংলাদেশিদের পুশব্যাক প্রক্রিয়ার খবর দেখাচ্ছিল টিভি ৯ বাংলা। সেইসময় টিভি৯ বাংলার সাংবাদিককে ধাক্কা দেওয়া হয়।
গতকালের ঘটনার পর এদিনও স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে ২ শতাধিক বাংলাদেশি অপেক্ষা করছেন। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে এদিন সংবাদমাধ্যমকে দেখে কেউ হুঙ্কার দেয়নি। যাঁরা বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন, তাঁরা আশ্চর্যজনকভাবে চুপ করে রইলেন। কীভাবে ভারতে এসেছিলেন, কোথায় থাকতেন, কোনও প্রশ্নেরই উত্তর দিলেন না। মুখে যেন কুলুপ এঁটে রইলেন। কারও নির্দেশে কি বাংলাদেশিরা মুখ খুলতে চাইলেন না? এই নিয়ে জল্পনা বাড়ছে।