AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladeshi Taka: হু হু করে পড়ছে বাংলাদেশি টাকার দাম! মাথায় হাত ভারতীয় ব্যবসায়ীদের

Bangladesh Cash: অতীতে এর আগে বাংলাদেশে সরকার পতনের পর টাকা চেঞ্জ করে দেওয়া হয়েছে সেই কারণে বাংলাদেশের টাকা বেশি রাখতে সাহস পাচ্ছেন না মানি এক্সচেঞ্জাররা।

Bangladeshi Taka: হু হু করে পড়ছে বাংলাদেশি টাকার দাম! মাথায় হাত ভারতীয় ব্যবসায়ীদের
পড়তে শুরু করেছে টাকার দামImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 06, 2024 | 5:42 PM
Share

উত্তর ২৪ পরগনা: শেখ হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশের টাকার দাম পড়তে শুরু করেছে। পেট্রাপোল সীমান্তের যে সমস্ত মানি এক্সচেঞ্জ রয়েছে, সেখানে মূলত বাংলাদেশের মুদ্রা আদান-প্রদান হয়। কিন্তু বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরপরই ডলারের নিরিখে বাংলাদেশের মুদ্রার দাম পড়তে শুরু করেছে। আগে, ১০০ টাকার বিনিময়ে ভারতীয় মুদ্রায় ৭১ টাকা দেওয়া হত। মঙ্গলবার বাংলাদেশের ১০০ টাকার বিনিময়ে মিলছে ৬৫ রুপি। উল্টোদিকে গতকাল পর্যন্ত ভারতে ১০০ টাকার বিনিময়ে ১৩৭ বাংলাদেশি টাকা পাওয়া যেত। আজ সেটা মিলছে ১৪৫ টাকা।

বাংলাদেশের এখনও যা পরিস্থিতি, সে দেশের মুদ্রা আরও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, আমদানি-রফতানি পুরোপুরি বন্ধ। বাংলাদেশের স্থানীয় ব্যবসা লাটে উঠেছে। সাধারণ মানুষ ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিতে চাইছে। সব নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি সঙ্কটজনক। তাই ভারতে যাঁরা বৈদেশিক মুদ্রা লেনদেনের ব্যবসা করেন, তাঁরা বাংলাদেশের টাকা বেচে দিতে চাইছেন। কারণ, আরও নীচে নামতে পারে সে দেশের মুদ্রার দাম।

বাপ্পা ঘোষ নামে পেট্রাপোলের এক মানি এক্সচেঞ্জার বলেন, “দুদিন আগে পর্যন্তও আমরা ১০০ ভারতীয় মুদ্রায় ১৩৭ বাংলাদেশি টাকা কিনেছিলাম। কিন্তু আজ বেচছি ১৪৫ বাংলাদেশি টাকা। আজ বাংলাদেশের টাকা কত গিয়ে দাঁড়াবে, সেটা আমারও প্রশ্ন। যদিও কোনও বাংলাদেশি লোক আজ আসেননি। যাঁর কাছ থেকে টাকা কিনতে পারি।”