Barrackpur: বারাকপুরে দুই দলের সংঘর্ষ, চলল বেপরোয়া গুলি

Barrackpur: সেই সময় খবর পেয়ে রামু ও কালুর গোষ্ঠীর দলবল সেখানে যায়। তারপর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ ধস্তাধস্তি- সংঘর্ষে  মাঝে চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

Barrackpur: বারাকপুরে দুই দলের সংঘর্ষ, চলল বেপরোয়া গুলি
বরানগরে চলল গুলিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 07, 2024 | 10:09 AM

উত্তর ২৪ পরগনা:  এলাকা দখলকে কেন্দ্র করে  দুই দলের সংঘর্ষ। আর তাতে চলল বেপরোয়া গুলি। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাহিনীও। ঘটনাটি ঘটেছে  খড়দহের টিটাগড় ডোমপট্টি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাকপুর লোকসভায় তৃণমূল প্রার্থী  পার্থ ভৌমিকের জেতার উপলক্ষে এলাকায় চলছিল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের বাইরে কালু ও রামু গোষ্ঠীর এক যুবককে মারধরের অভিযোগ ওঠে অর্জুন ভাসফর গোষ্ঠীর বিরুদ্ধে।

সেই সময় খবর পেয়ে রামু ও কালুর গোষ্ঠীর দলবল সেখানে যায়। তারপর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ ধস্তাধস্তি- সংঘর্ষে  মাঝে চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় খড়দহ ও টিটাগর থানার পুলিশ। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিশ। তবে ভোট পরবর্তী সন্ত্রাস সেভাবে হচ্ছে না বলেই জানিয়েছেন পার্থ ভৌমিক। তিনি বলেন, “২০১৯ আর ২০২৪ এর মধ্যে কি কোনও পার্থক্য দেখতে পাচ্ছেন না। গোটা বারাকপুর জুড়ে তিনটে ঘটনা ঘটেছে। মাদ্রালের ৩৩ নম্বর ওয়ার্ড, বারাকপুরের ২৪ নম্বর ওয়ার্ড আর ভাটপাড়ার মোমিনপাড়ায় অশান্তি হয়েছে। আর কোনও ঘটনাতেই দলের অনুমোদন নেই। গুন্ডারাজ বন্ধ হবে।”