Barrackpur Lok Sabha: কাজ করল না দাবাং-ম্যাজিক! ফুল বদলেও ‘কমল কাঁটায়’ মুছড়ে পড়লেন অর্জুন?

Barrackpur Lok Sabha: ব্যারাকপুর মানেই অর্জুন সিং-এর গড়। একাধিকবার বিধায়ক এবং সাংসদ ছিলেন তিনি। সেই অর্জুনই লোকসভা ভোটের টিকিট না পেয়ে যোগ দিয়েছিলেন বিজেপি-তে। এমনকী নিজের কার্যালয় থেকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি।

Barrackpur Lok Sabha: কাজ করল না দাবাং-ম্যাজিক! ফুল বদলেও 'কমল কাঁটায়' মুছড়ে পড়লেন অর্জুন?
অর্জুন সিং। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Jun 04, 2024 | 1:01 PM

ব্যারাকপুর: একবার বিজেপি। একবার তৃণমূল। আর শেষ এইবারের লোকসভা ভোট টিকিট না পেয়ে কার্যত বিজেপি-তে যোগদান করেছিলেন অর্জুন সিং। কিন্তু দুপুর সাড়ে বারোটা পর্যন্ত দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের কাছে পিছিয়ে রয়েছেন তিনি। আর ব্যারকপুর লোকসভায় নিতান্তই তাৎপর্যপূর্ণ।

ব্যারাকপুর মানেই অর্জুন সিং-এর গড়। একাধিকবার বিধায়ক এবং সাংসদ ছিলেন তিনি। সেই অর্জুনই লোকসভা ভোটের টিকিট না পেয়ে যোগ দিয়েছিলেন বিজেপি-তে। এমনকী নিজের কার্যালয় থেকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। এমনকী, বিজেপি-তে যোগ দেওয়ার পর একাধিকবার পার্থ ভৌমিককে আক্রমণ শানাতে দেখা যায় তাঁকে। এবার দেখা গেল সেই ব্যারাকপুরেই পিছিয়ে অর্জুন সিং।

শেষ আপডেট দেখে জানা যাচ্ছে, ৬ হাজার ২৪৫ ভোটে পিছিয়ে রয়েছেন তিনি। তৃণমূলের পার্থ ভৌমিক এগিয়ে রয়েছেন ৪৩ হাজার ৯৩ ভোট। অপরদিকে, অর্জুন সিং এখনও অবধি পেয়েছেন ৩৬ হাজার ৮৪৮ ভোট। তবে এখনও গণনা শেষ হয়নি। তাই খেলা ঘুরতে পারে যে কোনও সময়ই।