Sukanta Majumdar on Arjun singh: তলে-তলে অর্জুনকে ফের TMC যোগদানের পরিকল্পনা চলছে? সুকান্ত বলে দিলেন সবটা

Naihati: প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার নৈহাটিতে দিনে-দুপুরে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। ঘটনার পরের দিন বদলি করা হয় ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে।

Sukanta Majumdar on Arjun singh: তলে-তলে অর্জুনকে ফের TMC যোগদানের পরিকল্পনা চলছে? সুকান্ত বলে দিলেন সবটা
অর্জুনকে নিয়ে কী বললেন সুকান্ত?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 02, 2025 | 2:20 PM

নৈহাটি: একবার বিজেপি। একবার তৃণমূল। ফের দলবদল করে বিজেপি-তে ফিরেছেন অর্জুন সিং। গত লোকসভা নির্বাচনে তৃণমূলের তরফ থেকে টিকিট না পাওয়ায় অভিমানে শাসকদল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন। তবে তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে পরাজিত হন অর্জুন। এবার সেই বিজেপি নেতাকে কি দলে ফের টানার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস ? বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অন্তত সেই কথাই বলছেন। যদিও, সুকান্তর এই বক্তব্যের প্রেক্ষিতে এখনও তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য,উত্তর ২৪ পরগনার নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের পর থেকেই অশান্ত সেই এলাকা। বেছে-বেছে বিজেপি নেতাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। এমনকী, নাম জড়িয়েছে বিজেপি নেতা অর্জুন সিংয়ের। যে কোনও ঘটনাতেই কেন বারেবারে অর্জুনের নাম এভাবে জড়ায়? সেই প্রশ্নেরই এ দিন উত্তর দেন বালুরঘাটের বিজেপি সাংসদ।

সুকান্ত মজুমদার রবিবার বলেন, “অর্জুন সিং টার্গেট তৃণমূলের। ওরা যেনতেন প্রকারে তৃণমূলে যোগদান করাতে চায়। কারণ অর্জুন বিজেপি-তে থাকলে লড়াই করবে। হিন্দুদের হয়ে লড়াই করবে। সেই কারণে এই ঘটনা ঘটেছে।” প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার নৈহাটিতে দিনে-দুপুরে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। ঘটনার পরের দিন বদলি করা হয় ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে। এ প্রসঙ্গে যদিও সুকান্ত দাবি করেছেন, অলোক রাজোরিয়া সত্যি কথা বলে দিয়েছেন সেই কারণেই তাঁকে সরতে হয়েছে। বিজেপি নেতার এও বলেছেন, মৃত তৃণমূল কর্মী সন্তোষ এক সময় নিজেও এলাকায় গুলি চালানোর ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন।