Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Barasat: মাঝরাতে বড় মা-র মন্দিরে যা ঘটল… সিসিটিভি দেখে চমকে গেলেন পুরোহিতও

Barasat: স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় হতবাক। বারাসত শহরে মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটছে বলে দাবি করেছেন তাঁরা।

Barasat: মাঝরাতে বড় মা-র মন্দিরে যা ঘটল... সিসিটিভি দেখে চমকে গেলেন পুরোহিতও
কালী মন্দিরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2025 | 2:41 PM

বারাসত: ঐতিহ্যবাহী বড় মা’র মন্দির। বারাসতের বহু মানুষ সেখানে পুজো দেন মনষ্কামনা পূর্ণ করতে। সেখানেই ঘটে গেল সাংঘাতিক ঘটনা। মধ্য়রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই ফাঁস হয়ে গেল সব।

বৃহস্পতিবার গভীর রাতে ওই মন্দিরে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এর ফলে পুলিশি নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ল ফের একবার। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। আর সেই ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে এক ব্যক্তিকে প্রবেশ করতে। তাঁর পরণে বারমুডা ও নীল জামা, মাথায় টুপি। দেখা যাচ্ছে, মাঝবয়সী ওই যুবক বড় মা কালী মন্দিরের প্রণামী বাক্স নিয়ে টানাটানি করছে। এরপর মন্দিরের রেলিংয়ের সঙ্গে বাঁধা থাকা প্রণামী বাক্সের শিকল ভেঙে ফেলে সে। তারপর সে চলে যায় পাশের গলিতে।

এর ঠিক কয়েক সেকেন্ড পর আবার ফিরে আসতে দেখা যায় ওই যুবককে। দেখা যায় বুকে করে আগলে প্রণামি বক্সটি নিয়ে চলে যাচ্ছে ওই যুবক। সাতসকালে বিষয়টি জানাজানি হতেই গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। মন্দিরের পুরোহিত বিদ্যাধর সৎপতি জানান, প্রণামী বক্সে অনেক টাকা ছিল। সেটি তুলে নিয়ে পালিয়েছে এক দুষ্কৃতী। আর প্রনামী বক্স পড়েছিল পাশের একটি জঙ্গলে। পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় হতবাক। বারাসত শহরে মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটছে বলে দাবি করেছেন তাঁরা। এবার মন্দিরও রেহাই পেলে না। ফলে, বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে।