Amit Shah: উৎসবের বাংলায় ২৬-এর ভোটের দামামা বাজিয়ে গেলেন অমিত শাহ!

Oct 27, 2024 | 4:44 PM

Amit Shah: রবিবার প্রথমেই তিনি বাংলায় অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দেন। বলেন, "বাংলার জনগণকে বলছি ২০২৬-এ পরিবর্তন আনুন। আমরা ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করে তবেই স্বস্তির নিঃশ্বাস নেব। এই অনুপ্রবেশ বন্ধ হলে তবেই বাংলায় শান্তি ফিরবে।" এর পরবর্তীতে তিনি কেন্দ্রের টাকা আত্মসাৎ নিয়েও সরব হন।

Amit Shah: উৎসবের বাংলায় ২৬-এর ভোটের দামামা বাজিয়ে গেলেন অমিত শাহ!
আসন্ন ভোটের রণডঙ্কা বাজালেন অমিত শাহ

Follow Us

কলকাতা: তবে কি বিজেপি-র পালে অক্সিজেন ঢুকল? এ বাংলায় লোকসভা ভোটের খারাপ ফলের পর পরবর্তী নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার তাগিদ পেল পদ্ম শিবির? কারণ, উৎসবের আবহেই বাংলায় কার্যত ২০২৬-এর ভোটের দামামা বাজিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ পেট্রাপোল বর্ডারে গিয়ে বক্তব্যের আদ্য-পান্ত তৃণমূলকে আক্রমণের পাশাপাশি আসন্ন বিধানসভা ভোটে সরকার পরিবর্তনের ডাক দিলেন তিনি। বললেন, “বাংলার জনগণকে বলছি ২০২৬-এ পরিবর্তন আনুন…।”

আগামী ১৩ নভেম্বর ছ’টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন রয়েছে। তবে বরাবরই উপনির্বাচন নিয়ে জনগণের আগ্রহ তেমন থাকে না বললেই চলে। তবে আজ দেখা গেল খোদ অমিত শাহ নিজের বক্তব্যে উপনির্বাচন নিয়ে কোনও মন্তব্য করেননি। উল্টে আসন্ন ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে সরকার পরিবর্তনের ডাক দিলেন সঙ্গে বিজেপি ক্ষমতায় এলে কী কী পরিবর্তন আসবে সেই বিষয়ও ঘোষণা করলেন। রাজনীতির কারপ

শনিবার প্রথমেই তিনি বাংলায় অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দেন। বলেন, “বাংলার জনগণকে বলছি ২০২৬-এ পরিবর্তন আনুন। আমরা ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করে তবেই স্বস্তির নিঃশ্বাস নেব। এই অনুপ্রবেশ বন্ধ হলে তবেই বাংলায় শান্তি ফিরবে।” এর পরবর্তীতে তিনি কেন্দ্রের টাকা আত্মসাৎ নিয়েও সরব হন। বলেন, “ইউপিএ সরকার কেন্দ্রে থাকাকালীন ১০ বছরে বাংলায় কেবল ২ লক্ষ ৯ হাজর কোটি টাকা দিয়েছিল। আর বিজেপি ২০১৪ থেকে ২০২৪ এ- ৭ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা দেওয়ার কাজ চলছে। কিন্তু প্রধানমন্ত্রী যে টাকা পাঠায় তা দুর্নীতির বলি হয়ে যায়। তবে আমি বলছি আপনাদের আচ্ছে দিন শুরু হবে।” অর্থাৎ বোঝাতে চাইলেন আসন্ন ২৬-এর ভোটে বিজেপি ক্ষমতায় এলে আচ্ছে দিন শুরু হবে।

তবে এখানে শেষ নয়, বক্তব্যের একদম শুরুতেই অমিত শাহ বলেন, ” ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীজী বিভিন্ন ক্ষেত্রে নতুন-নতুন সূচনা করেছেন। আরোগ্য প্রকল্পে প্রত্যেকে পাঁচ লক্ষ টাকা করে পান। তবে বাংলার লোকজন হয়ত এই প্রকল্পের সুবিধা কম পেয়ে থাকেন। তবে চিন্তা করবেন না, ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে আপনারাও এই প্রকল্পের সুবিধা পাবেন।” তিনি প্রশ্ন তোলেন, “এখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে মিলে ইন্ডি জোট করেছেন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কে বলব আপনি তখন কি করছিলেন যখন ইউপিএ সরকার রাজ্যকে কোনও অর্থনৈতিক সুবিধা দিচ্ছিল না? একদিন এই বাংলা সোনার বাংলা হবে। এই বাংলা শস্য শ্যামলা হবে। আমরা সোনার বাংলার সরকার করব। ২০২৬ সাল বাংলার মানুষের জন্য সোনার বাংলা নিয়ে আসবে।”

 

Next Article