AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basirhat news: বাম আমলে শিলান্যাস, দীর্ঘ প্রতীক্ষিত বোয়ালঘাটা সেতুর উদ্বোধন হল মমতার হাতে

Mamata Banerjee inaugurates Boalghata Bridge: অবশেষে জমিজট সহ বিভিন্ন সমস্যা কাটিয়ে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল সুন্দরবন উন্নয়ন দফতরের নবনির্মিত বোয়ালঘাটা সেতু। সেতুটি ১০৬ মিটার লম্বা ও প্রায় ৮ মিটার চওড়া। তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক প্রায় ১০ কোটি টাকা।

Basirhat news: বাম আমলে শিলান্যাস, দীর্ঘ প্রতীক্ষিত বোয়ালঘাটা সেতুর উদ্বোধন হল মমতার হাতে
বোয়ালঘাটা সেতু
| Edited By: | Updated on: Jun 29, 2022 | 10:24 PM
Share

বসিরহাট : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন হল বোয়ালঘাটা সেতু্র (Boalghata Bridge)। বাম আমলে শিলান্যাস হয়েছিল। অবশেষে বুধবার সেই সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (West Bengal CM Mamata Banerjee)। বসিরহাট মহকুমার হাড়োয়া এবং মিনাখাঁ বিধানসভার সংযোগস্থল বিদ্যাধরী নদীর উপর অবস্থিত বোয়ালঘাটা সেতু। বামফ্রন্ট সরকারের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যের হাত ধরে শিলান্যাস হয়েছিল। তারপর কেটে গিয়েছে বেশ কিছু বছর। অবশেষে জমিজট সহ বিভিন্ন সমস্যা কাটিয়ে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল সুন্দরবন উন্নয়ন দফতরের নবনির্মিত বোয়ালঘাটা সেতু। সেতুটি ১০৬ মিটার লম্বা ও প্রায় ৮ মিটার চওড়া। তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক প্রায় ১০ কোটি টাকা।

বসিরহাট মহকুমা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার প্রায় তিন লক্ষ মানুষ এই সেতুর সুবিধা পাবে। পাশাপাশি ছোট এবং বড় যানবাহনও যাতায়াত করতে পারবে এই সেতুর উপর দিয়ে। বুধবার সেতুর ভার্চুয়াল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রাজ‍্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষরা। দুর্গাপুর থেকে বুধবার বেলা একটা নাগাদ এই সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেতু উদ্বোধন হওয়ায় উপকৃত উপকৃত হলেন কয়েক লক্ষ মানুষ। বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকা থেকে উত্তর ২৪ পরগণা জেলার সদর বারাসাত যেতে প্রায় কুড়ি কিলোমিটার রাস্তা কমে যাবে এই সেতুর উদ্বোধনের ফলে।

বিশেষ করে উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসতের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে স্থানীয়দের। বিশেষ করে হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকার মানুষরা এবার খুব সহজেই বারাসতে পৌঁছে যেতে পারবেন। দীর্ঘদিন ধরে দুই ২৪ পরগনার মানুষ অপেক্ষা করছিলেন, কবে এই সেতু চালু হবে। শেষ পর্যন্ত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হল বহু প্রতীক্ষিত বোয়ালঘাটা সেতুর।