উত্তর ২৪ পরগনা: বীভৎস ঘটনা উত্তর ২৪ পরগনার পলতায়। ঘরের ভিতর থেক এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করল নোয়াপাড়া থানার পুলিশ। গলায় কাটার দাগ, হাতেও ক্ষতের চিহ্ন রয়েছে বলে দাবি স্থানীয়দের। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় পলতার জহর কলোনি এলাকায়। জানা গিয়েছে ওই পরিবার, দিন ১৫ আগে এলাকার ভট্টাচার্য বাড়িতে ভাড়া এসেছিলেন। এদিন যখন ঘটনাটি ঘটে, ওই মহিলার স্বামীর দাবি তিনি দুই মেয়ে নিয়ে পার্কে গিয়েছিলেন। ঘরে ফিরে এসে বছর ২৩-এর তরুণী স্ত্রীর দেহ পড়ে থাকতে দেখেন। এরপরই বাইরে বেরিয়ে কান্নাকাটি করেন বলে অভিযোগ। তাতেই স্থানীয়রা ছুটে আসেন। তাঁরাই নোয়াপাড়া থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা সৌরভ মল্লিক বলেন, “আমরা হঠাৎ করে শুনতে পাই ওনার স্বামী বেরিয়ে এসে কান্নাকাটি করছেন। দিন ১৪-১৫ হল এখানে ভাড়া এসেছিলেন। বলছেন ওনার বউ আত্মঘাতী হয়েছেন। তারপর এখানকার যারা আছি, বাড়ির মালিক সকলে মিলে বাড়ির ভিতরে যাই। দেখি ওনার স্ত্রী মৃত অবস্থায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে নোয়াপাড়া থানায় জানাই।”
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতদেহটি ঘরের ভিতর বিছানায় পড়েছিল। সে সময় রক্তে চারপাশ ভেসে যাচ্ছিল। গলায় কাটা দাগ, হাতও কাটা ছিল। পরিবার আত্মহত্যার কথা বললেও সবদিক খোলা রেখেই তদন্ত করছে পুলিশ। বায়ুসেনায় কর্মরত ওই তরুণীর স্বামী। নাম অমর লাল। তাঁকে জিজ্ঞাবাদ করছে নোয়াপাড়া থানার পুলিশ।
আরও পড়ুন: Health workers Recruitment: শতাধিক শূন্যপদে নিয়োগ, কোন জেলায়, কীভাবে আবেদন করা যাবে রইল খোঁজ