Dilip Ghosh Wedding: অর্ডারের বন্যা! হিমশিম খাচ্ছেন দোকানদাররা, দিলীপ-রিঙ্কুরের বিয়ের ‘স্পেশ্যাল মিষ্টিই’ এখন যেন হট কেক
Dilip Ghosh Wedding: ৬১ বছর বয়সে দলের কর্মী রিঙ্কু মজুমদারকে বিয়ে করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রিঙ্কুর একটি ২৫ বছরের ছেলেও রয়েছে। কাজ করেন কলকাতার সল্টলেকের তথ্য প্রযুক্তি সেক্টরে। দিলীপের বিয়েই এখন বঙ্গ রাজনীতির পাড়ায় একেবারে হট কেক।

বাদুড়িয়া: বিয়ে করছেন দিলীপ ঘোষ! খবরটা সামনে আসতেই কার্যত ঝড় বয়ে গিয়েছিল রাজনীতির আঙিনায়। শুক্রবার রাতে হয়ে গিয়েছে বিয়ে। এক হয়েছে চার হাত। দিলীপের বাড়িতে এখন শুভেচ্ছার বন্যা। এরইমধ্যে বাদুড়িয়ায় ভাইরাল ‘স্পেশ্যাল’ মিষ্টি। মিষ্টির উপর লেখা শুভ বিবাহ দিলীপ-রিঙ্কু। সেই মিষ্টিই একেবারে সাড়া ফেলে দিয়েছে বাদুড়িয়া। কিনতেও হুড়োহুড়ি দোকানে। মিষ্টি কিনে বিজেপির কর্মী-সমর্থকরা নিজেরা খাচ্ছেনই, সঙ্গে এলাকার মানুষের পাশাপাশি পথ চলতি মানুষদেরও মিষ্টিমুখ করাচ্ছেন।
প্রসঙ্গত, ৬১ বছর বয়সে দলের কর্মী রিঙ্কু মজুমদারকে বিয়ে করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রিঙ্কুর একটি ২৫ বছরের ছেলেও রয়েছে। কাজ করেন কলকাতার সল্টলেকের তথ্য প্রযুক্তি সেক্টরে। দিলীপের বিয়েই এখন বঙ্গ রাজনীতির পাড়ায় একেবারে হট কেক। সেই ইস্যুকে ছাড়তে চাইলেন না সঞ্জয় ঘোষ। তাঁর দোকানের এই মিষ্টিই সাড়া ফেলে দিয়েছে গোটা বাদুড়িয়াতে।
মিষ্টির দোকানের মালিক সঞ্জয় ঘোষ বলছেন, “খুব চাহিদা। প্রচুর লোক অর্ডার দিয়েছে। অনেক মিষ্টি বানিয়েছি আমরা। সবই প্রায় শেষ।” উচ্ছ্বসিত বিজেপির বাদুড়িয়ার কনভেনার বিশ্বজিৎ পাল। তিনি বলেন, “দিলীপদা রিঙ্কু বৌদির বিয়ে উপলক্ষে এই মিষ্টি তৈরি হয়েছে। সেই মিষ্টি আমরা তো নিজেরা খেলামই সঙ্গে মানুষকে খাওয়ালাম। পথচলতি মানুষ, আমাদের কর্মী, যাঁরা সামনে এসেছে তাঁদের সকলকে মিষ্টি খাওয়ালাম। আমরা চাই দিলীপদার দাম্পত্য জীবন সুখের হোক। একইসঙ্গে দিলীপ পার্টিকে আরও এগিয়ে নিয়ে যাক।”
