Duttapukur: এক কোপে ধড় থেকে আলাদা করে দেওয়া হয় মুণ্ড, উপড়ে নেওয়া হয় যৌনাঙ্গ ! ‘হার্ট’ আর ‘বি’ উল্কিতেই লুকিয়ে রহস্য

Duttapukur: একটি উল্কিতে হৃদয়চিহ্ন আঁকা, আরেকটিতে লেখা 'B'। এই সূত্র ধরেই এগোচ্ছেন তদন্তকারীরা। প্রথমে জানার চেষ্টা করা হয়েছিল, আশপাশের এলাকার কেউ নিখোঁজ রয়েছেন কিনা, থানায় কোনও নিখোঁজ ডায়েরি হয়েছে কিনা।

Duttapukur: এক কোপে ধড় থেকে আলাদা করে দেওয়া হয় মুণ্ড, উপড়ে নেওয়া হয় যৌনাঙ্গ ! 'হার্ট' আর 'বি' উল্কিতেই লুকিয়ে রহস্য
মুণ্ডর খোঁজে তল্লাশি জারিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 05, 2025 | 2:16 PM

দত্তপুকুর: এক কোপে ধড় থেকে আলাদা করে দেওয়া হয় মাথা! আর সেই মুণ্ডই এখন রাতের ঘুম কেড়েছে তদন্তকারীদের। ৪৮ ঘণ্টা পার, এখনও পর্যন্ত দত্তপুকুরে দেহ উদ্ধারের ঘটনায় কাটা মুণ্ড উদ্ধার করতে পারেনি পুলিশ। মুণ্ডর খোঁজে এখনও জারি তল্লাশি। দত্তপুকুরকাণ্ডে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, একটা কোপ মেরেই মুণ্ড ধর থেকে আলাদা করা হয়েছে। কিন্তু মাথা কাটল কে? তার খোঁজও চালাচ্ছেন তদন্তকারীরা। মুণ্ডহীন দেহটি কার, সেটাও এখনও জানা যায়নি। তদন্তকারীদের নজরে রয়েছে বাঁ হাতের দুটি উল্কি। একটি উল্কিতে হৃদয়চিহ্ন আঁকা, আরেকটিতে লেখা ‘B’। এই সূত্র ধরেই এগোচ্ছেন তদন্তকারীরা। প্রথমে জানার চেষ্টা করা হয়েছিল, আশপাশের এলাকার কেউ নিখোঁজ রয়েছেন কিনা, থানায় কোনও নিখোঁজ ডায়েরি হয়েছে কিনা। কিন্তু বছর চল্লিশ বয়সের কোনও যুবকের নিখোঁজ থাকার ডায়েরি আশপাশের থানাগুলিতেও হয়নি। তাতেই অনুমান করা হচ্ছে, নিহত যুবক বহিরাগত।

গোটা দেহের নমুনা ভিসারার জন্য পাঠিয়েছেন তদন্তকারীরা। সেখান থেকে আর কী কী তথ্য় উঠে আসে, তা দেখা হবে। আরও একটি বিষয় উল্লেখ্য, নিহত ব্যক্তির শরীর থেকে কোনওরকমের অ্যালকোহল পাওয়া যায়নি। কিন্তু ঘটনাস্থল থেকে মদের গ্লাস পাওয়া গিয়েছে। অনুমান, যে ব্যক্তি খুন করেছেন, তিনি মদ্যপ ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার পর্যন্ত আমডাঙা ও শাসন থানা এলাকার দুটি পরিবার এসেছিল দেহ শনাক্তকরণের জন্য। তাঁদের পরিবারের যুবক নিখোঁজ রয়েছে। কিন্তু তাঁরা দেহ দেখে জানিয়ে দেন, তাঁদের পরিবারের কেউ নন। বুধবার আরও একটি পরিবার আসবে।

সরস্বতী পুজোর সকালে দত্তপুকুরের ছোট জাগুলিয়ার মালিয়াকুর বাজিৎপুর এলাকায় ক্ষেতের মধ্যে থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়। কিন্তু যুবকের গলা কাটা দেহ উদ্ধার হয়। যুবকের হাত-পা বাঁধা ছিল। যৌনাঙ্গ কার্যত উপড়ে নেওয়া হয়েছিল। দেহ কোনও দাহ্য পদার্থ বস্তু দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল।