Duttapukur: বাড়ির লোক দুপুরে ঘুমোচ্ছিল, সে সময়েই দরজা খুলে বেরিয়ে যায় দুই ভাইবোন, তারপরই…
Duttapukur: বৃহস্পতিবার বিকালে খাওয়ার পর ঘরে টিভি দেখছিলেন বাড়ির অন্যান্য সদস্যরা। সে সময়ে দরজা খুলে বাড়ির বাইরে বেরিয়ে যায় দুই ভাইবোন। খেলতে গিয়ে পাশেই পুকুরে একজন পড়ে যায়।

উত্তর ২৪ পরগনা: দত্তপুকুরে খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু একই পরিবারের দুই নাবালক। শোকের ছায়া গোটা এলাকায়। উওর ২৪ পরগনা জেলার বারাসত এক নম্বর ব্লকের দত্তপুকুর ১ নম্বর পঞ্চায়েতের নিবাধূই গঙ্গাপুর বৈশালি এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম তিথি ঋষি দাস (৮), সূর্য ঋষি দাস (৬)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকালে খাওয়ার পর ঘরে টিভি দেখছিলেন বাড়ির অন্যান্য সদস্যরা। সে সময়ে দরজা খুলে বাড়ির বাইরে বেরিয়ে যায় দুই ভাইবোন। খেলতে গিয়ে পাশেই পুকুরে একজন পড়ে যায়। তখন তাকে বাঁচাতে গিয়ে আরেকজন জলে ডুবে যায়।
বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন জায়গায় খুঁজেও না পাওয়ার পর দত্তপুকুর থানায় দারস্থ হয় পরিবার। পুলিশ তদন্তে নামে। রাত সাড়ে এগারোটা নাগাদ বাড়ির পাশে একটি পুকুর থেকে দু’জনের মৃতদেহ ভেসে ওঠে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।





