AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mukul Roy: মুকুল রায়ের বাড়িতে ইডির টিম

Mukul Roy: শুভ্রাংশু রায় বলেন, "আমরা প্রথম দিন থেকেই বলে এসেছি সহযোগিতা করব। আমরা চিঠি দেওয়ার পর ওরা বলে বাড়িতে আসবে। আজ এসেছিল। কথাবার্তা বলে গিয়েছে। ওরা আড়াই তিন ঘণ্টা ছিল। পুরোপুরি সহযোগিতা করা হয়েছে। আমি বাড়িতে ছিলাম না। একটা কাজে বাইরে ছিলাম। শুনেছি ওরা খুশি।"

Mukul Roy: মুকুল রায়ের বাড়িতে ইডির টিম
বিধায়ক মুকুল রায়। ফাইল চিত্র। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 26, 2024 | 8:53 PM
Share

উত্তর ২৪ পরগনা: মুকুল রায়ের বাড়িতে ইডি। একটি চিটফান্ড কেলেঙ্কারি মামলার তদন্তে সোমবার মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়িতে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বাড়িতেই জিজ্ঞাসাবাদ করা হয় কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে। শুভ্রাংশু রায় জানান, তদন্তকারীদের তদন্তে সমস্তরকমভাবেই সহযোগিতা করা হয়েছে। জবাবে ইডি আধিকারিকরা সন্তুষ্ট বলেও জানান শুভ্রাংশু রায়।

শুভ্রাংশু রায় বলেন, “আমরা প্রথম দিন থেকেই বলে এসেছি সহযোগিতা করব। আমরা চিঠি দেওয়ার পর ওরা বলে বাড়িতে আসবে। আজ এসেছিল। কথাবার্তা বলে গিয়েছে। ওরা আড়াই তিন ঘণ্টা ছিল। পুরোপুরি সহযোগিতা করা হয়েছে। আমি বাড়িতে ছিলাম না। একটা কাজে বাইরে ছিলাম। শুনেছি ওরা খুশি।”

সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ ইডির একটি টিম মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়িতে আসে। একটি মামলায় গত  ১৯ ফেব্রুয়ারি মুকুল রায়কে ডেকে পাঠায় ইডি। দিল্লিতে ইডির সদর দফতরে মুকুল রায়কে তলব করা হয়েছিল। তবে প্রথম থেকেই শুভ্রাংশু জানান, তাঁর বাবা অসুস্থ। তিনি কোনওভাবেই দিল্লিতে যাওয়ার অবস্থায় নেই। তখনই বলেছিলেন, চাইলে ইডি বাড়িতে আসতে পারে। এরপর ইডির দফতরে চিঠি দিয়েও বিষয়টি জানান মুকুল-পুত্র। দ্বিতীয় চিঠির ভিত্তিতে ইডি মুকুল রায়ের বাড়িতে এসেই জিজ্ঞাসাবাদে রাজি হয়।