Fake Passport: এলাকায় ভাল ছেলে বলে পরিচিত, জাল পাসপোর্টকাণ্ডে গ্রেফতার দত্তপুকুরের সেই মোক্তার

Fake Passport: বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতি, বাংলায় অনুপ্রবেশ, জঙ্গি সন্দেহে গ্রেফতারি- এই সব ঘটনাক্রমের পর পুলিশ প্রশাসনের তরফ থেকে লাগাতর অভিযান চালানো হচ্ছে। এর আগে বাংলায় জাল পাসপোর্ট তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সমরেশ নামে এক ব্যক্তিকে।

Fake Passport: এলাকায় ভাল ছেলে বলে পরিচিত, জাল পাসপোর্টকাণ্ডে গ্রেফতার দত্তপুকুরের সেই মোক্তার
জাল পাসপোর্ট চক্রে গ্রেফতার মোক্তার আলমImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2024 | 12:10 PM

উত্তর ২৪ পরগনা: জাল পাসপোর্টকাণ্ডে গ্রেফতার আরও এক। জাল পাসপোর্ট চক্রে যুক্ত থাকার অভিযোগে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে গ্রেফতার মোক্তার আলম। এর আগে অন্য মামলায় ২০২১ সালে গ্রেফতার হয়েছিলেন মোক্তার। ইতিমধ্যেই মোক্তারের বাড়িতে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক ব্যক্তির প্যান ও ATM।

বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতি, বাংলায় অনুপ্রবেশ, জঙ্গি সন্দেহে গ্রেফতারি- এই সব ঘটনাক্রমের পর পুলিশ প্রশাসনের তরফ থেকে লাগাতর অভিযান চালানো হচ্ছে। এর আগে বাংলায় জাল পাসপোর্ট তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সমরেশ নামে এক ব্যক্তিকে। এই সমরেশের অন্যতম ঘনিষ্ঠ ছিল মোক্তার আলম। দত্তপুকুরে মোক্তারের বাড়ি। TV9 বাংলার প্রতিনিধি পৌঁছে যান মোক্তারের বাড়িতে।

কিন্তু সকাল থেকেই মোক্তারের বাড়ির দরজা বন্ধ। ভিতর থেকে কেউ কোনও সাড়াশব্দ দেননি। একবার মোক্তারের ছেলে ঘর থেকে বেরিয়েছিলেন। কিন্তু তিনি কোনও কথা বলতে চাননি। এলাকাবাসীরা জানাচ্ছেন, মোক্তার এলাকায় ভাল ছেলে বলেই পরিচিত ছিলেন।

মোক্তারের ছেলে জানিয়েছেন, মোক্তার মূলত আমদানি-রফতানির ব্যবসা করতেন। এর আগে চুঁচুড়া থানার পুলিশ এই একই অভিযোগে গ্রেফতার করেছিল মোক্তারকে। মঙ্গলবার তাঁর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তাঁর ভোটার-আধার-প্যান কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ। তার সঙ্গে সঙ্গে একাধিক ভোটার-আধার-প্যান, পাসপোর্টও উদ্ধার হয়েছে।