Puri: পুরীর ‘নামকরা’ হোটেলের ঘর বুক করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! ফেসবুকের বিজ্ঞাপনই হল কাল
Puri: ফেসবুকে পুরীর একটি জনপ্রিয় হোটেলের বিজ্ঞাপন দেখেই যোগাযোগ করেছিলেন তিনি। ওপার থেকে ফোন ধরে ঘর বুকিং-এর বিষয়ে কথা বলেন কেউ।

বারাসত: ছুটি মানেই বাঙালির পছন্দের গন্তব্য় পুরী। দূরত্ব খুব বেশি নয়, সমুদ্র সৈকতে কয়েকটা দিন কাটিয়ে আসতে চান অনেকেই। কিন্তু সেই পুরীতেই পাতা রয়েছে ফাঁদ! আর তাতেই পা দিয়ে দিয়েছিলেন বারাসতের প্রশান্ত। টাকা খুইয়ে রীতিমতো বিড়ম্বনায় পড়েছিলেন তিনি। পরে পুলিশের সাহায্যে কোনও ক্রমে রেহাই পেলেন তিনি।
ফেসবুকে পুরীর একটি জনপ্রিয় হোটেলের বিজ্ঞাপন দেখেই যোগাযোগ করেছিলেন তিনি। ওপার থেকে ফোন ধরে ঘর বুকিং-এর বিষয়ে কথা বলেন কেউ। রুম বুক করার জন্য ১৪০০০ টাকা পাঠাতে বলা হয়। সেই মতো টাকা পাঠিয়েও দেন বারাসতের ওই বাসিন্দা। ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়েছিল। কিন্তু NEFT করে সেই টাকা পাঠান প্রশান্ত বাবু। এরপরই ঘটে কেলেঙ্কারি।
বারবার যোগাযোগ করা হলে ওপার থেকে বলা হয়, টাকা পায়নি তারা। তারা দাবি করে, টাকা পাঠাতে গেলে ইউপিআই-এর মাধ্যমেই পাঠাতে হবে। এরপর ওদিক থেকে জানানো হয়, যদি এই ১৪ হাজার টাকা তাদের কাছে আসে তাহলে তারা ফেরত দিয়ে দেবে।
তখনই টনক নড়ে প্রশান্তর। তিনি বুঝতে পারেন, ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। এরপর প্রশান্ত প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রশান্ত বাবু। বারাসাত থানায় অভিযোগ দায়ের হওয়ার পর সাইবার ক্রাইমের মাধ্যমে তদন্ত হয় ও উদ্ধার হয় ১৪০০০ টাকা। প্রশান্ত বাবুকে ডেকে তাঁর অ্যাকাউন্টে ওই টাকা ফিরিয়ে দিয়েছে পুলিশ।





