Gold Biscuit: উরুতে সেলোটেপ আটকে সোনার বিস্কুট, অভিনব পাচারের ছক ফাঁস করল বিএসএফ
Gold Biscuit: বিএসএফের প্রাথমিক অনুমান থাইল্যান্ড-মায়ানমার ও বাংলাদেশ হয়ে সীমান্তরক্ষীর বাহিনীর নজর এড়িয়ে সোনা গুলি এদেশে ঢুকেছে। এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কিনা খতিয়ে দেখছে বিএসএফ।

বসিরহাট: অভিনব কায়দায় সোনার বিস্কুট পাচারের চেষ্টা রুখল বিএসএফ। বসিরহাটের স্বরূপনগর থানার কৈজুড়ি গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ দোবিলা সীমান্তের ঘটনা। বাইকে করে দেবাশিস দেবনাথ নামে ওই পাচারকারি বাংলাদেশ সীমান্ত থেকে ভারতীয় গ্রামের দিকে আসছিলেন। তখন ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী জওয়ানদের সন্দেহ হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় তার পায়ের উরুতে পাঁচটি সোনার বিস্কুট সেলোটেপ দিয়ে আটকানো রয়েছে। যার ওজন প্রায় ৫৮১ গ্রাম, বাজার মূল্য প্রায় ৩৬ লক্ষ টাকা। তাকে প্রথমে আটক করা হয়, তারপর তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিএসএফের প্রাথমিক অনুমান, থাইল্যান্ড-মায়ানমার ও বাংলাদেশ হয়ে সীমান্তরক্ষীর বাহিনীর নজর এড়িয়ে সোনাগুলি এদেশে ঢুকেছে। এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কি না খতিয়ে দেখছে বিএসএফ।
সীমান্তে যেন কিছুতেই থামছে না চোরাচালান। কিছুদিন আগেই প্রচুর সোনা-সহ দুই চোরাকারবারিকে আটক করে বিএসএফ। দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীনে থাকা বিএসএফ জওয়ানরা জয়ন্তীপুর সীমান্ত এলাকা থেকে ২২ টি সোনার বিস্কুট উদ্ধার করে। দুই চোরাকারবারিকে আটক করা হয়। বাজেয়াপ্ত করা সোনার মোট ওজন ২.৫৬৬ কেজি বলে জানা যায়। যার আনুমানিক মূল্য ১,৪৪,০১,৫৭১ টাকা। সূত্রের খবর, বাংলাদেশ থেকে সোনার বিস্কুটগুলি ভারতে নিয়ে আসার চেষ্টা করছিল চোরাকারবারিরা। সীমান্তে বারবার সোনা উদ্ধারের ঘটনা ঘটছে। পাচারচক্রের চাঁই খুঁজতে তৎপর তদন্তকারীরা। সীমান্তে বাড়ানো হয়েছে আরও নজরদারি।
