Haroa: ‘…তুমি হিসাব দাও’, হাড়োয়ায় তৃণমূল নেতার নামে পড়ল পোস্টার, নেপথ্যে দলেরই নেতারা?
Haroa: এ বিষয়ে গোপালপুর দু'নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাগবুল কালাম মুন্সি বলেন, "হাড়োয়ার উপনির্বাচনের আগে ভূমিপুত্র পোস্টার পড়েছিল। এখানে একজন মাস্টারমাইন্ড রয়েছে তারাই পোস্টার লাগায়।"

উত্তর ২৪ পরগনা: হাড়োয়া বিধানসভার গোপালপুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাগবুল কালাম মুন্সির বিরুদ্ধে পোস্টার। পোস্টারে লেখা ‘আবাসের টাকা তোলা তোলাবাজ অঞ্চল সভাপতি অপসারণ চাই’, ‘ফেরিঘাটের টাকা তছরুপের বাগবুল তুমি হিসাব দাও’-সহ একাধিক মন্তব্য লেখা রয়েছে। পোস্টারের নীচে লেখা রয়েছে তৃণমূল কর্মীবৃন্দ। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এ বিষয়ে গোপালপুর দু’নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাগবুল কালাম মুন্সি বলেন, “হাড়োয়ার উপনির্বাচনের আগে ভূমিপুত্র পোস্টার পড়েছিল। এখানে একজন মাস্টারমাইন্ড রয়েছে তারাই পোস্টার লাগায়।” কিছুটা গোষ্ঠী কোন্দলের কথা স্বীকার করলেও, এটাকে চক্রান্ত বলেই দাবি করছেন তিনি।
এ বিষয় পাল্টা বসিরহাট জেলা বিজেপির যুব সভাপতি পলাশ সরকার বলেন, “এই পোস্টার তৃণমূলের গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ। ভাগ বাটোয়ারা লড়াই। বসিরহাট লোকসভার প্রত্যেকটি বিধানসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রয়েছে । পোস্টারে লেখা কথাগুলির সবগুলি তদন্ত হওয়া উচিত।”

