North 24 Parganas: নোটিস পেয়েই হৃদরোগ, তারপর কোমা! বৃদ্ধার অসুস্থতায় ফের বিতর্ক
SIR In WB: তালবান্দা উত্তরপাড়া এলাকায় বাসিন্দা অলকার বয়স বছর আশি। এসআইআর-এর শুনানির নোটিস পেয়েছিলেন গত শুক্রবার। নোটিস পাওয়ার পর ঘরের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন বৃদ্ধা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

উত্তর ২৪ পরগনা: এসআইআর-এর শুনানির নোটিস পেয়েছিলেন। পরিবারের দাবি, এরপরই বুকে ব্যথা। হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় চলে গেলেন এক বৃদ্ধা। ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার ঘোলা বিলকান্দা ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত তালবান্দা উত্তরপাড়ায়। পঞ্চায়েতের উপ প্রধানের দাবি, এসআইআর-এর নোটিস পাওয়ার পরই হৃদরোগে আক্রান্ত অলোকা বিশ্বাস।
তালবান্দা উত্তরপাড়া এলাকায় বাসিন্দা অলকার বয়স বছর আশি। এসআইআর-এর শুনানির নোটিস পেয়েছিলেন গত শুক্রবার। নোটিস পাওয়ার পর ঘরের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন বৃদ্ধা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে তিনি কোমায় চলে গিয়েছেন। আর অলকার এই ধরনের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন।
অলকার বৌমা বলেন, “মা আতঙ্কে ছিলেন। আমাকে মাঝেমধ্যে বলতেন। আমরা বোঝাতামও চিন্তা করার কিছু নেই। কিন্তু ভিতর ভিতর যে এত চিন্তা করছিল, বুঝিনি।”
এদিকে, দক্ষিণ ২৪ পরগনায় এক বৃদ্ধের মৃত্যু। শুনানিতে ডাক আসতেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি বলে দাবি পরিবারের। অক্সিজেনের নল গুঁজে এসেছিলেন হাজিরা দিতে। তবে যাতায়াতের ধকলে মৃত্যু জয়নগরের সেই বৃদ্ধের। ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক ছড়়িয়েছে।
উল্লেখ্য, এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও CEC জ্ঞানেশ কুমারকে চিঠি লেখেন। চিঠিতে একাধিক বিষয় ছিল। তার মধ্যে এই বিষয়টিও রয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, শুনানির জন্য ভোটারদের ডাকা হলেও কারণ জানানো হচ্ছে না। প্রবীণ, অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম নাগরিকদেরও ২০–২৫ কিলোমিটার দূরে কেন্দ্রীভূত শুনানিতে হাজির হতে বাধ্য করা হচ্ছে। অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।
