SSC: খুঁজে খুঁজে ফ্রেশার্সদেরই টার্গেট, চাকরিপ্রার্থীদের গাড়িতে তুলল পুলিশ
গোটা করুণাময়ী যেন দুর্গের চেহারা নেয়। চারদিকে বিরাট পুলিশ বাহিনী। এসএলএসটি ফ্রেশার্সদের মিছিলই করতেই দেয়নি পুলিশ। খুঁজে খুঁজে ফ্রেশার্স চাকরিপ্রার্থীদের আটক করেছে বিধাননগর পুলিশ। রীতিমতো জোর করে তোলা হল প্রিজন ভ্যানে।

কলকাতা: বছরের শুরুতেই চাকরিপ্রার্থীদের বিকাশভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। সোমবার বঞ্চিত ফ্রেশার্স চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ছিল। তাঁদের মূল দাবি, যোগ্য চাকরিপ্রার্থীদের দেওয়া অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর বাতিল করতে হবে। শূন্যপদ বাড়াতে হবে। কিন্তু সেখানে বাধা পুলিশের। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় চাকরিপ্রার্থীদের। ২ জন চাকরিপ্রার্থীকে আটক করে পুলিশ। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। টেনে হিঁচড়ে চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করে পুলিশ।
গোটা করুণাময়ী যেন দুর্গের চেহারা নেয়। চারদিকে বিরাট পুলিশ বাহিনী। এসএলএসটি ফ্রেশার্সদের মিছিলই করতেই দেয়নি পুলিশ। খুঁজে খুঁজে ফ্রেশার্স চাকরিপ্রার্থীদের আটক করেছে বিধাননগর পুলিশ। রীতিমতো জোর করে তোলা হল প্রিজন ভ্যানে।
দশ বছর পর হয় এসএলএসটি পরীক্ষা। কিন্তু নবাগতদের অভিযোগ, সেখানেও তাঁদের সুযোগ হয়নি। কারণ সেই পরীক্ষাতেই বসেছিলেন ২০১৬ সালের প্যানেলের যোগ্য চাকরিহারারাও। যাঁদের অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর দেওয়া হয়েছিল। অভিযোগ, সে কারণে পূর্ণ নম্বর পেয়েও সুযোগ পাচ্ছেন না নবাগতরা। আন্দোলনকারী এক চাকরিপ্রার্থীর বক্তব্য, “১০ নম্বর বাতিল করতে হবে, ১ লক্ষ আসন বাড়াতে হবে!” পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে ওএমআর শিট প্রকাশেরও দাবি জানান তাঁরা। সোমবার দুপুরে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিলের ডাক দেন চাকরিপ্রার্থীরা। কিন্তু শুরুতেই পুলিশি বাধায় উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।
