Gaighata: ১০ মিনিটে তুমুল ঝড়, সঙ্গে শিলাবৃষ্টি, ভেঙেচুরে ছাড়খাড় একাধিক বাড়ি
Gaighata: স্থানীয়রা জানিয়েছেন, বুধবার দুপুরে হঠাৎ ঝড় ও ব্যাপক শিলা বৃষ্টি শুরু হয়। কোনও কিছু বুঝে ওঠার আগে গ্রামের একাধিক বাড়ি ভেঙে পড়েছে। কোথাও ভেঙে গিয়েছে পাকা বাড়ির দেওয়াল। শিলার আঘাতে আহত হয়েছেন কয়েকজন।

গাইঘাটা: দশ মিনিটের ঝড় ও শিলা বৃষ্টিতে লণ্ডভণ্ড গাইঘাটার ছ’টি গ্রাম। আচমকা ঝড়ে ভেঙেছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি বাড়ি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার দুপুরে হঠাৎ ঝড় ও ব্যাপক শিলা বৃষ্টি শুরু হয়। কোনও কিছু বুঝে ওঠার আগে গ্রামের একাধিক বাড়ি ভেঙে পড়েছে। কোথাও ভেঙে গিয়েছে পাকা বাড়ির দেওয়াল। শিলার আঘাতে আহত হয়েছেন কয়েকজন। নষ্ট হয়ে গিয়েছে মাঠের ফসল।
প্রশাসন সূত্রে খবর,রামনগর গ্রামপঞ্চায়েতের শশাডাঙ্গা, তেঁতুলবেড়িয়ার আগারপাড়া, রঘুনন্দনপুর,চকঝাউডাঙা ও পিপলি গ্রামে ৩০ থেকে ৩৫ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে গ্রামগুলি পরিদর্শন করেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার ও পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচ। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য অভিজিৎ বিশ্বাস সহ পুলিশ প্রশাসন ও জন প্রতিনিধিরা। গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন, “এই অসময়ের বৃষ্টিতে যাঁদের ঘর ভেঙেছে তাঁদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। দেওয়া হচ্ছে ত্রিপল। যাঁরা আহত হয়েছেন তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।”

