CV Ananda Bose: ‘জয় কালী মা’, পুজোর উদ্বোধনে গিয়ে আদ্যোপান্ত বাংলায় শুভেচ্ছা রাজ্যপাল বোসের

Barrackpore: উত্তর ২৪ পরগনার বারাসত, ব্যারাকপুর, নৈহাটির কালীপুজোর খ্যাতি রাজ্যের বিভিন্ন প্রান্তে। বছর বছর পুজোর সংখ্যা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে জাঁকজমকও। এবার ৬৬ তম বছরে পা  দিয়েছে মণিরামপুর ইয়ংম্যান অ্যাসোসিয়েশনের এই পুজো।

CV Ananda Bose: 'জয় কালী মা', পুজোর উদ্বোধনে গিয়ে আদ্যোপান্ত বাংলায় শুভেচ্ছা রাজ্যপাল বোসের
সিভি আনন্দ বোস। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2023 | 7:42 PM

উত্তর ২৪ পরগনা: রাজ্যপালের মুখে ‘জয় মা কালী’, ‘জয় পশ্চিমবঙ্গ’। রবিবার দীপান্বিতা কালীপুজো। তার আগে শনিবার ব্যারাকপুর মণিরামপুর ইয়ংম্যান অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপের উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলাতেই রাজ্যবাসীকে শুভেচ্ছাবার্তা দেন তিনি। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, “আমরা সকলে কালীপুজো ও আলোর উৎসব দীপাবলি পালনে ব্রতী রয়েছি। যাবতীয় কালিমা থেকে আমাদের মনকে শুদ্ধ করার এ এক আদর্শ সময়। মা কালীর শাশ্বত আলোয় আমাদের সামনের পথ আলোকিত হোক। জয় কালী মা, জয় পশ্চিমবঙ্গ।”

উত্তর ২৪ পরগনার বারাসত, ব্যারাকপুর, নৈহাটির কালীপুজোর খ্যাতি রাজ্যের বিভিন্ন প্রান্তে। বছর বছর পুজোর সংখ্যা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে জাঁকজমকও। এবার ৬৬ তম বছরে পা  দিয়েছে মণিরামপুর ইয়ংম্যান অ্যাসোসিয়েশনের এই পুজো।

এদিন মণ্ডপ ঘুরে দেখেন রাজ্যপাল। কথা বলেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে। আলোর উৎসবে সকলে নিজের মনকে সঁপে দিক আলোর পথে, ঈশ্বরের কাছে এমনই প্রার্থনা করেন তিনি। এর আগে দুর্গাপুজোর সময়ও কলকাতা এবং শহরতলির একাধিক পুজো মণ্ডপে ঘুরেছেন রাজ্যপাল। ঠাকুর দেখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেছেন তিনি।