Kaustav Bagchi: ভোররাতে কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচীর বাড়িতে হানা কলকাতা পুলিশের
Kaustav Bagchi: কৌস্তভে পরিবারের দাবি, রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই এভাবে তাঁর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
কলকাতা: কাকভোর থেকে তল্লাশি চলছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আইনজীবী কৌস্তভ বাগচীর (Kaustav Bagchi) বাড়িতে। শনিবার ভোর থেকে তল্লাশি শুরু হয়েছে। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত তাঁর বাড়ির ভিতরেই রয়েছে ১২ জন পুলিশের একটি দল। দফায় দফায় কৌস্তভ বাগচীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও সূত্রের খবর। আইনজীবীর বাবার দাবি, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ করেছিলেন কৌস্তভ। সে কারণেই এভাবে পুলিশ পাঠানো হয়েছে বলে মনে করছেন তিনি। প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর অভিযোগ, কোনও নির্দিষ্ট নোটিস না নিয়েই তাঁর বাড়িতে হাজির হয়েছে পুলিশ।
কৌস্তভ বাগচী জানিয়েছেন, রাত ৩ টে নাগাদ হঠাৎ তাঁর বাড়িতে কলিং বেল বাজে। দরজা খুলে তিনি দেখেন হাজির হয়েছে একদল পুলিশ। আইনজীবীকে গ্রেফতার করার কথাও বলা হয়। নিজে আইনজীবী হওয়ায় গ্রেফতারি পরোয়ানা আছে কি না আগে দেখতে চান কৌস্তভ। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। উত্তর ২৪ পরগনার বারাকপুরের বাসিন্দা কৌস্তভের বাড়িতে কলকাতার বটতলা থানার ১২ জন পুলিশের একটি দল গিয়েছে বলে জানিয়েছেন আইনজীবী।
কৌস্তভের বাবা কুশল বাগচী বলেন, ‘আমার ছেলে কোনও সন্ত্রাসবাদী নয় যে তাঁর বাড়িতে রাত ৩ টের সময় পুলিশ পাঠাতে হবে।’ সম্পূর্ণভাবে প্রতিহিংসার রাজনীতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। কুশল বাবু জানান, সাগরদিঘি উপ নির্বাচনের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্যেরই প্রতিবাদ করেছিলেন কৌস্তভ। তারপরই এভাবে পুলিশ পাঠানো হয়েছে বলে দাবি করেন তিনি। কোনও নোটিস, কোনও ওয়ারান্ট ছাড়া এভাবে কারও বাড়িতে পুলিশ তল্লাশি চালাতে পারে কি না সেই প্রশ্নও তুলেছেন তিনি।
তবে পুলিশের এই পদক্ষেপ সঠিক বলে মনে করছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তাঁর মতে, মুখ্যমন্ত্রীকে যেভাবে ব্যক্তিগত স্তরে আক্রমণ করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়। প্রশাসন যেটা মনে করেছে, সেটা সমোয়চিত ও সঠিক পদক্ষেপ বলেই উল্লেখ করেছেন তিনি।