AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madan Mitra: ‘একটা বাঙালির গায়ে হাত পড়লে…’, চরম হুঁশিয়ারি মদনের

Kamarhati: বাঙালি আবেগকে শান দিয়ে তৃণমূল-বিজেপি দু'পক্ষই আগামী বিধানসভা ভোট বৈতরণী পাড় করতে চাইছে তা বলার অপেক্ষা রাখে না। দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন, "বাঙালি অস্মিতা বিজেপি-র কাছেই সুরক্ষিত"

Madan Mitra: 'একটা বাঙালির গায়ে হাত পড়লে...', চরম হুঁশিয়ারি মদনের
মদন মিত্র, কামারহাটির তৃণমূল বিধায়কImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jul 20, 2025 | 10:30 AM
Share

কামারহাটি: বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের নির্যাতন করা হচ্ছে। এই অভিযোগ তুলে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল। এমনকী, পদযাত্রাও করেছে তারা। এবার এই ইস্যুতে হুমকি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। তাঁর হুঁশিয়ারি, “বাঙালির গায়ে হাত পড়লে বিজেপি-র হাতের কবজি কেটে নেবে তৃণমূল কর্মীরা।”

শনিবার বেলঘরিয়ায় একটি একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা হচ্ছিল। সেই সভা থেকে মদন বলেন, “বাঙালি কবিতা লিখতে পারে। কিন্তু কেউ যদি মনে করেন বাঙালি প্রতিবাদ করতে পারে না তাহলে জেনে রেখে দিন যেদিন একটা বাঙালির গায়ে বাংলাদেশি তকমা দিয়ে হাত পড়বে সেই দিন কিন্তু বিজেপির হাতের মুঠো কীভাবে ভেঙে দিতে হয় তার জন্য তৃণমূলের কর্মীরা তৈরি আছে।” তিনি আরও বলেন, “এখানে যাঁরা গাড়ি চালান, রুটি বেচে খান তাঁদের সঙ্গে আমাদের কোনও বিবাদ বা বিরোধ নেই। বরং এদের উপর হাত পড়লে তৃণমূলের বাঙালি যুব কর্মীরা ঝাপিয়ে পড়বে। কিন্তু যদি বাঙালিদের গায়ে হাত দেওয়া হয় হাতের কব্জি কেটে নেবে।”

মদনের এই বক্তব্যের পরই পাল্টা হুশিয়ারি সাংসদ অর্জুন সিংয়ের। তিনি বলেন, “কামারহাটির বাবু মণ্ডলই মদন মিত্রকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। ও আমার কবজি কেটে নেবে বলেছিল। আমি সেদিনই কামারহাটিতে গিয়েছিলাম। মদন মিত্রের পায়ের তলায় মাটি নেই। ওর জায়ন্ত সিংকেই মদন মিত্র জেল থেকে বের করতে পারছে না। ও আবার বিজেপির হাত কাটবে?”

বাঙালি আবেগকে শান দিয়ে তৃণমূল-বিজেপি দু’পক্ষই আগামী বিধানসভা ভোট বৈতরণী পাড় করতে চাইছে তা বলার অপেক্ষা রাখে না। দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন, “বাঙালি অস্মিতা বিজেপি-র কাছেই সুরক্ষিত” সেই সময় আবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সমিরুল ইসলাম এক্স হ্যান্ডেলে একের পর এক ভিডিয়ো পোস্ট করে দেখাচ্ছেন কীভাবে মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ুতে বাংলাদেশি সন্দেহে বাঙালি নির্যাতন হচ্ছে। এই আগুনেই এবার ঘি ঢাললেন মদন।