
ঠাকুরনগর: এসআইআর নিয়ে ক্ষোভের অন্ত নেই তৃণমূলের। ওদিকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আবার এসআইআরে নাম বাদ গেলে সিএএ-র কথা বলছেন। অভয়বার্তা দিয়েছেন মতুয়াদের। যা নিয়েও তরজার অন্ত নেই। এরইমধ্যে ঠাকুরনগরে সাংবাদিক সম্মেলন করে এসআইআর বাতিলের দাবি করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ মমতাবালা ঠাকুর। করে দিলেন বড় ঘোষণা। আগামী ৫ তারিখ থেকে ঠাকুরনগরের বড়মা বীণাপানি দেবীর ঘরের সামনে আমরণ অনশনে বসতে চলেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। থাকছেন খোদ মমতাবালা।
মমতাবালার সাফ কথা, নাম যদি বাদ যায় তবে সবথেকে বেশি কোপ পড়বে মতুয়াদের উপরেই। তাঁদেরই সবথেকে বেশি নাম কাটা যাবে। সাংবাদিক বৈঠক থেকে বলেন, “এসআইআরে প্রচুর ওপার বাংলার মানুষ, মতুয়াদের উপর প্রভাব পড়বে। তাঁদের জন্য আমরা লড়াইয়ে নামছি। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ঠিক করেছে ৫ তারিখ থেকে আমরা আমরণ অনশন করব। ভুতুড়ে ভোটার বাদ যাক তাতে আমাদের আপত্তি নেই। ২০০০ সালের পর এত ভোট হল, মন্ত্রী-সাংসদ সব হল। এখন বলছে ১১টি ডকুমেন্ট না থাকলে নাম কেটে যাবে। এখন তাহলে আমাদের ভবিষ্যত কী? ২ কোটি নাম বাদ গেলে আমাদেরই সেখানে ৯০ শতাংশ।”
তবে পাল্টা কটাক্ষও ধেয়ে আসছে মমতাবালার উদ্দেশ্যে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গোটা বিষয়টিকেই রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করছেন। তিনি বলছেন, “এসব কথার কোনও ভ্যালু নেই। বড়মার সামনে অনশন করলে কী ওনার আশীর্বাদ পাবেন?” অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন বলছেন, মমতাবালা নিজের বক্তব্য বলছেন। উনি অনশন করুন, কিন্তু ওনার সঙ্গে কোনও মতুয়া নেই। তিনি আগেও সিএএ-র বিরোধিতা করেছেন।