AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panihati Murder: জেল থেকে ছাড়ার ১৫ দিন পরই পানিহাটিতে উদ্ধার রক্তমাখা দেহ! প্রতিহিংসা থেকেই খুন?

Panihati Crime: প্রাথমিকভাবে জানা গিয়েছে, বসির আলি নামক ওই ব্যক্তির বাবা উজির আলিকে খুন করার অভিযোগে জেলে গিয়েছিল মৃত শেখ আরমান। ১৫ দিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল সে। তারপর থেকেই আরমান খুন হতে পারে, এমন হুমকি পাচ্ছিল বলে স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে।

Panihati Murder: জেল থেকে ছাড়ার ১৫ দিন পরই পানিহাটিতে উদ্ধার রক্তমাখা দেহ! প্রতিহিংসা থেকেই খুন?
আগরপাড়ায় কুপিয়ে খুন যুবক
| Edited By: | Updated on: Mar 19, 2022 | 7:57 PM
Share

পানিহাটি : কয়েকদিন আগেই রাজ্যের শাসক দলের কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল। ঘটনাটি ঘটেছিল পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের খুন (Murder in Panihati)। এবার পাশের ওয়ার্ডে। পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে কুপিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আগরপাড়া নয়াবস্তির মৌলানা সেলিম রোড এলাকায়। মৃতের নাম শেখ আরমান (৩৫)। যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা বসির আলি নামে ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় ইতিমধ্যেই বসির আলি ও অন্য এক অভিযুক্ত শেখ রমজানকে গ্রেফতার করেছে পুলিশ।  প্রশ্ন উঠছে, পানিহাটির আইন শৃঙ্খলা ব্যবস্থার কি আর কিছুই অবশিষ্ট নেই? কেন বার বার এমন ঘটনা ঘটছে?

এদিকে প্রাথমিকভাবে জানা গিয়েছে, বসির আলি নামক ওই ব্যক্তির বাবা উজির আলিকে খুন করার অভিযোগে জেলে গিয়েছিল মৃত শেখ আরমান। ১৫ দিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল সে। তারপর থেকেই আরমান খুন হতে পারে, এমন হুমকি পাচ্ছিল বলে স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে। তাহলে কি সেই প্রতিহিংসা থেকেই খুন করা হল শেখ আরমানকে? জানা গিয়েছে, শনিবার বিকেলে অভিযুক্ত ছানা আগরপাড়া নয়াবস্তি মৌলানা সেলিম রোড এলাকায় আরমানকে ডেকে নিয়ে যায়। তারপর সেখানেই খুন করা হয়েছে আরমানকে। এমনটাই অভিযোগ আরমানের মাসীর।

জানা গিয়েছে, আরমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। যারা ডেকে নিয়ে যায়, তারা নিহত আরমানের পূর্ব পরিচিত। এরপর বাড়ি থেকে কিছুটা দূরে তাকে কুপিয়ে খুন করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, পুরানো কোনও বচসা বা আক্রোশ মেটাতেই আরমান শেখকে খুন করা হয়েছে। দুষ্কৃতীরা আরমানকে কুপিয়ে খুন করে বিনা বাধায় বাইকে চেপে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

এদিকে যে জায়গায় আরমানকে খুন করা হয়েছে, সেই এলাকাটি যথেষ্ট ঘন বসতিপূর্ণ। সরু গলি। এলাকার যে ফুটেজ প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গিয়েছে, ওই গলির মধ্যেই রক্তের ছাপ। গলির পাশে বাড়ির দেওয়ালেও রক্তের দাগ স্পষ্ট। এমন ঘন বসতিপূর্ণ এলাকায় কীভাবে আরমান খুন হয়ে গেল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তবে পুলিশ ইতিমধ্যেই ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চালিয়ে দুই জনকে গ্রেফতার করেছে। কিছুদিন আগেই পানিহাটিতে খুন হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল কাউন্সিলরকে। তার সাতদিনের মধ্যে ফের খুন। কেন বার বার এমন ঘটনা ঘটছে পানিহাটিতে? বিষয়টি নিয়ে অবশ্য পুলিশ কার্যত মুখে কুলুপ এঁটেছে।

আরও পড়ুন : Swastha Sathi Card: ভাঙব, তবু মচকাব না! স্বাস্থ্য সাথীতে ১৩০ কোটি বকেয়ার কথা মেনেও ‘সাময়িক সমস্যা’র যুক্তি