AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swastha Sathi Card: ভাঙব, তবু মচকাব না! স্বাস্থ্য সাথীতে ১৩০ কোটি বকেয়ার কথা মেনেও ‘সাময়িক সমস্যা’র যুক্তি

Swastha Sathi: নাজেহাল হতে হচ্ছে আমজনতাকে। অনেক জায়গাতেই রোগীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। সমস্যা যে তৈরি হয়েছে, সে কথা স্বীকার করে নিয়েছেন তাপস রায়ও।

Swastha Sathi Card: ভাঙব, তবু মচকাব না! স্বাস্থ্য সাথীতে ১৩০ কোটি বকেয়ার কথা মেনেও 'সাময়িক সমস্যা'র যুক্তি
স্বাস্থ্য সাথী।
| Edited By: | Updated on: Mar 19, 2022 | 6:26 PM
Share

কলকাতা : রাজ্যের সাধারণ, গরিব, খেটে খাওয়া মানুষের শারীরিক সুরক্ষার কথা ভেবে স্বাস্থ্য সাথী কার্ড (Swastha Sathi Card) চালু করেছিল রাজ্য সরকার। লক্ষ্য ছিল, সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া। তাতে বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানও ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সাধের প্রকল্প এবার মুখ থুবড়ে পড়বে না তো? এমন আশঙ্কা তৈরি হয়েছে, কারণ রাজ্যের বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির একাংশ এবার বেঁকে বসতে শুরু করেছে। চিঠি দিয়ে নিজেদের অভিযোগের কথা জানিয়েছে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি। নাজেহাল হতে হচ্ছে আমজনতাকে। অনেক জায়গাতেই রোগীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। সমস্যা যে তৈরি হয়েছে, সে কথা স্বীকার করে নিয়েছেন তাপস রায়ও।

শনিবার তিনি বলেন, “স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে অনেকের জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। হাসপাতালকে ভর্তি নিতে হবেই। না হলে ব্যবস্থা নেওয়া হবে। ভাল কাজ করতে গেলে বাধা আসে।” তবে এটি একটি সাময়িক সমস্যা বলেই মত তাঁর। সঙ্গে আরও বলেন, “১৩০ কোটি টাকা বকেয়া হয়েছে। মিটেও যাবে। স্বাস্থ্য সাথী নিয়ে সমস্যা হবে না।” উল্লেখ্য, TV9  বাংলা খোঁজখবর নিয়ে দেখেছে, উত্তর ২৪ পরগনা ও মালদা জেলায় বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গেলেই হয়রানির শিকার হতে হচ্ছে রোগীর পরিজনদের। চূড়ান্ত ভোগান্তি হচ্ছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তারাও অপারগ।

মালদার এক বেসরকারি নার্সিংহোমের কর্ণধার চিকিৎসক এস এন শর্মা বলেন, “খরচ বহুল চিকিৎসার পদ্ধতিতে স্বাস্থ্য সাথীর আওতায় যে প্যাকেজগুলি রাখা হয়েছে, সেই মূল্য দিয়ে আমাদের চালাতে সত্যিই অসুবিধা হচ্ছে। সেখানে নিশ্চয়ই সরকার সদয় হয়ে সাধারণ মানুষের দিকে তাকিয়ে এই প্যাকেজগুলির পুনরায় রিওরিয়েন্টেশন করবে।” নার্সিংহোম কর্তৃপক্ষের একাংশের দাবি, এমনিতেই এত টাকা বাকি পড়ে আছে। তারপর যদি আবার স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে চিকিৎসা করাতে হয়, তাহলে নার্সিং হোম চালানোই দুষ্কর হয়ে পড়বে।

আরও পড়ুন : Swastha Sathi: পরিষেবা নিতে গিয়ে নাজেহাল! স্বাস্থ্যসাথীর ভবিষ্যৎ কী? ক্ষোভের পাহাড় জমছে আমজনতার মনে