Basirhat Fire Break out: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলছে পাটের গুদাম, জখম দুই
Fire: ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ। রয়েছে বসিরহাট দমকলের ইঞ্জিন।
উত্তর ২৪ পরগনা: বসিরহাটে একটি পাটের গুদামে বিধ্বংসী আগুন লাগে। মঙ্গলবার সকালে এই আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন। সূত্রের খবর, এই ঘটনায় দু’জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তিও করা হয়েছে। বসিরহাটের মাটিয়া থানার বিবিপুর-বেগমপুর গ্রাম পঞ্চায়েতের পানিগোবরা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এদিন হঠাৎই ওই গুদাম থেকে আগুনের শিখা বেরোতে দেখেন স্থানীয়রা। এদিকে ঘটনার সময় অনেক শ্রমিকই গুদামের ভিতর কাজ করছিলেন বলে স্থানীয়দের দাবি।
এলাকার লোকজন জানান, এই গুদামের পাশে একটি কারখানা রয়েছে। সেখানে পাটের দড়ি বের করা হয়। আগুন লাগার সময় সেই কারখানায় বহু শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ আগুন লেগে যাওয়ায় দু’জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এলাকার লোকজনই মাটিয়া থানায় খবর দেন। বিশাল বাহিনী নিয়ে হাজির হয় পুলিশ। খবর দেওয়া হয় দমকলেও।
তবে প্রাথমিকভাবে এলাকার লোকজন ও কারখানার শ্রমিকরাই আগুন নেভানোর কাজ শুরু করে। যেহেতু দাহ্য পদার্থ রয়েছে, তাই আগুন ছড়াতে বেশি সময় নেয়নি। এখনও অবধি কারখানার বেশির ভাগ অংশই পুড়ে ছাই হয়েছে। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলেই জানা গিয়েছে।
কিন্তু কীভাবে এই আগুন লাগল তার তদন্ত শুরু করেছে পুলিশ। দমকলের প্রাথমিক অনুমান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আবার কোনও দাহ্য পদার্থ সেখানে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। এমনও হতে পারে বিড়ি বা সিগারেটের এক ফুলকি আগুনেই এই অগ্নিকাণ্ড! এই ঘটনায় এলাকায় হইচই পড়ে যায়। কারণ কারখানাটির আশেপাশে প্রচুর বসতবাড়ি।
স্থানীয় জনপ্রতিনিধি মিহির ঘোষ বলেন, “পানিগোবরায় পাট একটা বড় শিল্প। পাটের কারখানায় বিধ্বংসী আগুন লাগে। প্রশাসন তদন্ত করে দেখছে আগুন লাগার কারণ। সম্ভবত শর্ট সার্কিট থেকে এই আগুন। বহু মানুষের কর্মসংস্থান সেখানে। সময়মতো দমকল পৌঁছনোর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে সেখানে। আমরা খতিয়ে দেখব কীভাবে আগুন লাগল।”
আরও পড়ুন: Contai Municipality: চার দশকে এই প্রথম কাঁথিতে খর্ব ‘অধিকারীর’ অধিকার, এবার চেয়ারম্যান সুবল মান্না