North 24 Parganas: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, আড়াই বছরের সন্তানকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে
North 24 Parganas: বছর আঠাশের মিতা হালদারের বাড়ি হুগলিতে। কয়েক বছর আগে হুগলির ভদ্রেশ্বরে তাঁর বিয়ে হয়েছিল অভিজিৎ হালদারের সঙ্গে। তাঁদের এক ছেলেও রয়েছে। ছেলে অরিজিতের বয়স মাত্র ২ বছর ৪ মাস।

উত্তর ২৪ পরগনা: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের! আড়াই বছরের ছেলেকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। স্বামীর অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শাসনে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মিতা হালদার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর আঠাশের মিতা হালদারের বাড়ি হুগলিতে। কয়েক বছর আগে হুগলির ভদ্রেশ্বরে তাঁর বিয়ে হয়েছিল অভিজিৎ হালদারের সঙ্গে। তাঁদের এক ছেলেও রয়েছে। ছেলে অরিজিতের বয়স মাত্র ২ বছর ৪ মাস। ফেসবুকের মাধ্যমে মিতার সঙ্গে আলাপ হয়েছিল শাসনের এক যুবকের। সেই পরিচয় পরবর্তীতে প্রেমে পরিণত হয়। বিবাহ বহির্ভূত প্রেমের টানেই মিতা ঘর ছেড়ে দুই সপ্তাহ আগে প্রেমিকের সঙ্গে চলে এসেছিল শাসনের তেহাটা গ্রামে।
সোমবার সকালে মিতা প্রতিবেশীদের জানায়, তার ২ বছর ৪ মাসের ছেলে বাড়ির পাশের একটি জলাশয়ে পড়ে গিয়েছে। বিষয়টি জানার পরেই মৃত শিশুর বাবা ভদ্রেশ্বর থেকে গিয়ে শাসন থানায় খুনের অভিযোগ দায়ের করেন মিতা হালদারের বিরুদ্ধে।
অভিজিতের দাবি, ছেলেকে পুকুরে ফেলে দিয়ে খুন করেছেন মিতা। অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে সোমবার রাতেই অভিযুক্ত মিতা হালদারকে নিজের সন্তানকে খুনের অভিযোগে গ্রেফতার করে শাসন থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মিতা ও তাঁর প্রেমিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

