Woman’s Death: পাওনাদারদের চাপ, সুইসাইড নোট লিখে আত্মঘাতী মহিলা
জানা গিয়েছে, স্বনির্ভর গোষ্ঠীর লোন চালিয়ে নিজেই দেনায় জড়িয়ে পড়ে পাওনাদারদের চাপে। আর তারপরই ভয়ের জেরে আত্মঘাতী হন ওই গৃহবধূ। দীর্ঘদিন ধরে ওই এলাকার গৃহবধূ রমা বসাক স্বনির্ভর গোষ্ঠীর লোন চালাত। সেই লোন চালাতে চালাতে নিজেই দেনায় জড়িয়ে পড়েন।

উত্তর ২৪ পরগনা: স্বনির্ভর গোষ্ঠী চালাতেন মহিলা। তবে নিজেই দেনার দায়ে জড়িয়ে পড়েছিলেন। আর তারপরই আত্মঘাতী ওই গৃহবধূ। লিখে রেখে গেলেন একটি সুইসাইড নোট। এই ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার অন্তর্গত আতপুর বঙ্কিমনগর এলাকায়।
জানা গিয়েছে, স্বনির্ভর গোষ্ঠীর লোন চালিয়ে নিজেই দেনায় জড়িয়ে পড়ে পাওনাদারদের চাপে। আর তারপরই ভয়ের জেরে আত্মঘাতী হন ওই গৃহবধূ। দীর্ঘদিন ধরে ওই এলাকার গৃহবধূ রমা বসাক স্বনির্ভর গোষ্ঠীর লোন চালাত। সেই লোন চালাতে চালাতে নিজেই দেনায় জড়িয়ে পড়েন। পরবর্তীকালে পাওনাদাররা তার কাছে টাকা চেয়ে হুমকি দিতে থাকে। গালিগালাজ করতে থাকে। সেই আতঙ্কে ওই গৃহবধূ আত্মঘাতী হন বলে অভিযোগ।
মৃতের মেয়ে উন্মেষা বসাক বলেন, “আমার মা আত্মহত্যা করেছে। এর কারণ জানি না। আমরা পুলিশকে ডাকার পর দেখি একটা সুইসাইড নোট আছে। সেটা মোবাইল দিয়ে চাপা। আমার মা লোন চালাত। অনেকে টাকা পাননি। মাকে খারাপ খারাপ কথা বলত। রাতে এসে এসে এমন কথা বলত। আমি স্কুলে পর্যন্ত যেতে পারতাম না। তবে পুলিশ সুইসাইড নোট আমাদের স্পর্শ দেয়নি।”
