Panihati: স্নান সেরে উঠতে গিয়ে পিছলে যায় পা, পানিহাটির ঘাটে তর্পণ করতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়
Panihati: প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গঙ্গা স্নান করতে নামেন শেখর নামে ওই ব্যক্তি। তাঁর স্ত্রীর কাছে ব্যাগ, জামাকাপড় খুলে রেখে নেমেছিলেন। স্ত্রী ঘাটেই দাঁড়িয়ে ছিলেন। স্নান করে সিঁড়ি বেয়ে উঠে আসছিলেন শেখর। আচমকাই পা পিছলে যায়
উত্তর ২৪ পরগনা: তর্পণ করতে এসে গঙ্গার জলে তলিয়ে গেলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পানিহাটি গিরিবালা গঙ্গার ঘাটে। ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রীকে নিয়ে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা শেখর মণ্ডল পানিহাটি গিরি বালা ঘাটে তর্পণ করতে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গঙ্গা স্নান করতে নামেন শেখর নামে ওই ব্যক্তি। তাঁর স্ত্রীর কাছে ব্যাগ, জামাকাপড় খুলে রেখে নেমেছিলেন। স্ত্রী ঘাটেই দাঁড়িয়ে ছিলেন। স্নান করে সিঁড়ি বেয়ে উঠে আসছিলেন শেখর। আচমকাই পা পিছলে যায়। সিঁড়ি থেকে পিছলে একেবারে গঙ্গায় পড়ে যান তিনি। তখন সেখানে বাকি যাঁরা ছিলেন, তাঁরা প্রাথমিকভাবে খোঁজ করতে থাকেন। পরে গঙ্গায় ডুবুরি নামিয়ে খোঁজ চালানো হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল তৈরি হয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বাহিনীও রয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী। ঘটনাস্থলে খড়দহ থানার আধিকারিকরাও পৌঁছেছেন।
তর্পণের দিন পানিহাটির ঘাটে প্রচুর মানুষের ভিড় হয় প্রতি বছরই। এবারও ভোরের আলো ফোটার আগে থেকেই মানুষ ভিড় করতে থাকেন ঘাটে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ঘাটের সিঁড়িগুলিতে অত্যন্ত পলি পড়ে রয়েছে। সেগুলি পরিষ্কারের কোনও ব্যবস্থা করা হয়নি। পলি পড়তে পড়তে সিঁড়ি পিছল হয়ে গিয়েছে। ভিজা পায়ে উঠতে গিয়ে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল।