Panihati: ‘বাচ্চা মেয়ে…’ পানিহাটিতে ভরা রাস্তায় কাউন্সিলরকে চুলের মুঠি ধরে মার মহিলার… নেপথ্যে কোন কারণ?
Panihati: জানা গিয়েছে, সোমবার পানিহাটি মহোৎসবতলা ঘাট থেকে বাইকে চেপে যাচ্ছিলেন কাউন্সিলর শ্রাবন্তী রায়। তখন একটি স্কুটি এসে ধাক্কা মারে। কাউন্সিলর শ্রাবন্তী রায় প্রতিবাদ করলে ওই মহিলা স্কুটি চালক গালাগালি দেন বলে অভিযোগ।

উত্তর ২৪ পরগনা: ভরা রাস্তায় কাউন্সিলরকে চুলির মুঠি ধরে মার মহিলার। ঘটনাকে ঘিরে উত্তেজনা পানিহাটির পুরসভার ২৬ নং ওয়ার্ডে। জানা গিয়েছে, বাইকে করে যাচ্ছিলেন কাউন্সিলর শ্রাবন্তী রায়। হঠাৎই তাঁকে ধাক্কা মারে একটি স্কুটি। প্রতিবাদে স্কুটির চালককে চড় মারেন কাউন্সিলর। আর তারপরই কাউন্সিলরকে চুলের মুঠে ধরে মারলেন স্কুটির চালক।
জানা গিয়েছে, সোমবার পানিহাটি মহোৎসবতলা ঘাট থেকে বাইকে চেপে যাচ্ছিলেন কাউন্সিলর শ্রাবন্তী রায়। তখন একটি স্কুটি এসে ধাক্কা মারে। কাউন্সিলর শ্রাবন্তী রায় প্রতিবাদ করলে ওই মহিলা স্কুটি চালক গালাগালি দেন বলে অভিযোগ। তখন কাউন্সিলর ওই মহিলাকে চড় মারতেই কাউন্সিলরকে চুলের মুঠি ধরে মারতে থাকেন হলে অভিযোগ। দুজনের ঝামেলা ঠেকাতে আসেন স্থানীয় বাসিন্দারা। একটি ভিডিয়ো সামনে আসে। তাতে দেখা যায়, দুই মহিলাকে ছাড়াতেই পারছেন না মধ্যস্থতাকারীরা।
যদিও কাউন্সিলর শ্রাবন্তি রায়ের অভিযোগ, “স্কুটি চালক ওই তরুণী মদ্যপ অবস্থায় ছিলেন। আমাকে গালি দিতেই আমি তাকে চড় মারি। এরপর সে আমাকে মারতে থাকে।” তবে তিনি এও বলেছেন, “ওই মেয়েটি খুব ছোট, ওর ভবিষ্যৎ আছে। তাই ওর কিছু হোক, আমি চাই না!”





