AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Deganga: বাইকে যাচ্ছিলেন যুবক, হঠাৎই মাথার উপর কী একটা পড়ল! বোঝার আগেই মৃত্যু…

Accident: এই ঘটনায় মৃত শাহাবুদ্দিনের পরিবার পিডব্লুডির বিরুদ্ধে অভিযোগ তুলেছে। রাস্তা সংস্কারের পর রাস্তার ধারে প্রাচীন শুকনো গাছগুলি কেন কাটা হল না সে প্রশ্ন তুলেছে তারা।

Deganga: বাইকে যাচ্ছিলেন যুবক, হঠাৎই মাথার উপর কী একটা পড়ল! বোঝার আগেই মৃত্যু...
দেগঙ্গায় পথদুর্ঘটনা। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Oct 02, 2021 | 8:54 AM
Share

উত্তর ২৪ পরগনা: বিপদের কোনও পরিমাপ নেই। বন্ধুদের সঙ্গে বাইকে চেপে যাচ্ছিল যুবক। পথের ধারে দাঁড়িয়ে থাকা শুকনো গাছের ডাল হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাথায়। হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা জানালেন ওই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দেগঙ্গা (Deganga) বেড়াচাঁপা-১ গ্রামপঞ্চায়েতের সামনে হাড়োয়া রোডের উপরে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শাহাবউদ্দিন মণ্ডল (৩৫)।

চাঁপাতলা গ্রামপঞ্চায়েতের কেএম চাঁদপুরের বাসিন্দা শাহাবুদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেড়াচাঁপার দিক থেকে বাইকে চেপে শাহাবুদ্দিন মণ্ডল ও তাঁর দুই বন্ধু রিয়াজুল মণ্ডল ও তরিকুল মণ্ডল হাড়োয়া রোড ধরে হামাদার দিকে যাচ্ছিলেন। সেই সময় বেড়াচাঁপা-২ গ্রামপঞ্চায়েতের সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বহু পুরনো গাছের ডাল তাঁদের উপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

বাইক নিয়ে পড়ে যান তিনজনই। শাহাবুদ্দিন ও তরিকুল গুরুতর জখম হন। তবে অল্পের জন্য বিপদের হাত থেকে বাঁচেন রিয়াজুল। হইচই শুনে স্থানীয়রাই ছুটে এসে তিন যুবককে উদ্ধার করে। তাঁরাই দেগঙ্গা বিশ্বনাথপুর হাসপাতালে তিনজনকে নিয়ে যান। কিন্তু শাহাবুদ্দিন মণ্ডলকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যজনকে স্থানান্তরিত করা হয় অন্য হাসপাতালে।

এই ঘটনায় মৃত শাহাবুদ্দিনের পরিবার পিডব্লুডির বিরুদ্ধে অভিযোগ তুলেছে। রাস্তা সংস্কারের পর রাস্তার ধারে প্রাচীন শুকনো গাছগুলি কেন কাটা হল না সে প্রশ্ন তুলেছে তারা। শাহাবুদ্দিনের বাড়ির লোকের অভিযোগ, হাড়োয়া রোড সংস্কার হওয়ার পরেও রাস্তার ধারের প্রাচীন শুকনো গাছগুলিকে কাটা হয়নি।

সম্পর্কে শাহাবুদ্দিনের ভাইপো রিয়াজুল মণ্ডল বলেন, “বেড়াচাঁপায় রাস্তার ধারে থাকা একটি শুকনো গাছের ডাল কাকার মাথার উপর ভেঙে পড়ে। খুব লাগে। রক্ত বের হচ্ছিল। এরপর ওখানকার লোকজনই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা জানাল মারা গিয়েছে। এই নিয়ে আমরা পিডব্লুডির নামে অভিযোগ জানাব। যত দূর যেতে হয় যাব। রাস্তা একেবারে ভাল। নতুন সংস্কারও হয়েছে। কিন্তু রাস্তার দু’ধারে প্রচুর পুরনো গাছ রয়েছে। সেগুলি পিডব্লুডির কাটা উচিৎ ছিল। সে কারণেই সাধারণ মানুষকে এই বিপদের মুখে পড়তে হচ্ছে। এমনকী চোখের সামনে প্রাণহানি পর্যন্ত দেখতে হল।”

আরও পড়ুন: Covid in Bengal: পর পর চারদিন ৭০০ পার সংক্রমণ, পুজোর মুখে বাংলায় ফের করোনার বাড়বাড়ন্ত