Sandeshkhali: সন্দেশখালিতে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, CBI-এর কাছে অভিযোগ দায়ের পরিবারের
Sandeshkhali: গোটা ঘটনায় নাবালিকাকে নিয়ে সন্দেশখালি থানায় পৌঁছেছেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার।সিবিআইয়ের পাশাপাশি সন্দেলখালি থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। অর্চনা দেবী বলেন, "এই ঘটনার কথা সিবিআইয়ের পাশাপাশি শিশু সুরক্ষা, তফসিলি জাতি উপজাতি কমিশনকেও জানানো হবে।"
সন্দেশখালি: শনিবার সকালে অভিযোগ ওঠে সন্দেশখালিতে এক নাবালিকাকে শ্লীলতাহানি করা হয়েছে। সেই ঘটনায় নাম জড়ায় এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এই ঘটনায় অবশেষে সিবিআই-এর কাছে অভিযোগ দায়ের হয়েছে। সূত্রের খবর, ইমেল মারফত অভিযোগ দায়ের করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার কাছে।
গোটা ঘটনায় নাবালিকাকে নিয়ে সন্দেশখালি থানায় পৌঁছেছেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার।সিবিআইয়ের পাশাপাশি সন্দেলখালি থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। অর্চনা দেবী বলেন, “এই ঘটনার কথা সিবিআইয়ের পাশাপাশি শিশু সুরক্ষা, তফসিলি জাতি উপজাতি কমিশনকেও জানানো হবে।”
উল্লেখ্য, যে মেয়েটিকে নির্যাতনের অভিযোগ উঠেছে সে অষ্টম শ্রেণিতে পড়ে। নির্যাতিতার পরিবারের দাবি, রাত্রিবেলা ঘরে ঢোকে অভিযুক্ত। তারপর মেয়েটির শ্লীলতাহানি করা হয়। নির্যাতিতার দিদা বলেন, “ঘরে ঘুমোচ্ছিল। ছেলেটা ঘরের পিছন থেকে ঢোকে। তারপর আমার নাতনীর সঙ্গে শ্লীলতাহানি করে। আমার নাতনী খিমচে ছাড়িয়ে দেয়। এরপর চিৎকার করে বলে দিদা আমায় বাঁচাও। আমায় মেরে ফেলে দিল। ততক্ষণে ছেলেটা পালিয়ে দিয়েছে।” এক প্রতিবেশী দাবি করেন, “আমাদের মনে হচ্ছে তৃণমূল নেতার ছেলে করছে। তৃণমূলের মিটিংয়ে ডাকা হয়েছিল আমরা যাইনি। সেই রাগে এই কাজ করেছে বলে মনে হয়। আমরা এখন বিজেপি-র সমর্থক।” অপরদিকে অভিযুক্ত ছেলেটির বাবার দাবি, ঘটনাটা কিছুই জানি না। আজ ৯টার সময় এসে বলল। এইবার রাত্রিবেলা এই ঘটনা ঘটে থাকলেও কোনও চিৎকার বা কিছুই হয়নি। তাই জানি না। আমরা বললাম রাত্রিবেলা হয়ে থাকলে তখনই আসতে পারতে। আমার ছেলে তো রাতে ঘরেই ছিল। তবে এটা একটা চক্রান্ত চলছে বুঝতেই পারছি। কারণ যারা বিজেপি করে তারা বলেছিল যে আমাদের দল কর। কিন্তু ছেলে যায়নি বলে ওকে ফাঁসানো হচ্ছে।”