Sandeshkhali: ‘যখন সিপিএমে ছিল তখন তো…’, শাহজাহান নিয়ে এ কী বললেন শাসনের মজিদ মাস্টার
Sandeshkhali: এক সময়ে সিপিএম করতেন এই শেখ শাহজাহান। শাসনের মজিদ মাস্টার বলছেন, শাহজাহান সিপিএম করলেও বড় মাপের নেতা ছিলেন না। তিনি দাবি করেছেন, সিপিএম থেকে যাঁরা তৃণমূল কিংবা বিজেপিতে গিয়েছেন, তাঁদের ওপর দলের নিয়ন্ত্রণে নেই বলেই দুর্নীতিতে জড়িয়েছেন।
সন্দেশখালি: সন্দেশখালিতে ইডি অফিসারদের ওপর হামলার এক সপ্তাহ পার হয়ে গিয়েছে। কোথায় অভিযুক্ত শেখ শাহজাহান? অমিত শাহর মন্ত্রক রিপোর্ট তলব করেছে, রাজ্যপালের কড়াকড়ি. তারপরও বদলায়নি একফোঁটা পরিস্থিত। বিরোধীদের প্রশ্ন, কারোর নির্দেশে কি আটকে পুলিশ? নাকি তৃণমূল বিধায়কদের দেওয়া প্রতিরোধের হুঁশিয়ারিকে ভয় পাচ্ছে?
এক সময়ে সিপিএম করতেন এই শেখ শাহজাহান। শাসনের মজিদ মাস্টার বলছেন, শাহজাহান সিপিএম করলেও বড় মাপের নেতা ছিলেন না। তিনি দাবি করেছেন, সিপিএম থেকে যাঁরা তৃণমূল কিংবা বিজেপিতে গিয়েছেন, তাঁদের ওপর দলের নিয়ন্ত্রণে নেই বলেই দুর্নীতিতে জড়িয়েছেন। সিপিএমে যখন ছিল, তখন শাহজাহানের ওপর নিয়ন্ত্রণ ছিল দলের, বললেন মজিদ মাস্টার।
TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মজিদ মাস্টার বলেন, “শেখ শাহজাহানের নাম এই সেদিন শুনলাম। তার আগে সন্দেশখালিতে শেখ শাহজাহান নামে কেউ ছিলেন বলে আমার জানা নেই। সিপিএমের আমলে ওরকম কোনও লোকের নামও শুনিনি।”
তিনি আরও বলেন, “নাম শোনার মতো কোনও লোক নন। সিপিএম করতেন কিনা, সেটা সেখানকার নেতৃত্ব বলতে পারবে। সিপিআইএম পার্টিটা সাংগঠনিক কায়দায় তাঁদের ওপর নিয়ন্ত্রণ থাকত। সেখানে দুর্নীতি করার সুযোগ ছিল না। নিশ্চই এখন দলের কোনও নিয়ন্ত্রণ নেই।”
সন্দেশখালির ইতিহাস বলছে, প্রথম জীবনে ট্রেকারের হেল্পার হিসাবে কাজ করতেন শাহজাহান। তারপর ভেড়ির মালিকানা পান। তখন সিপিএমের এক নেতার ছায়াসঙ্গী হিসাবে থাকবেন। তৃণমূল সে সময়ে অভিযোগ করত, সিপিএমের ‘অ্যাকশন স্কোয়াডে’র সদস্য ছিলেন শাহজাহান। আবার সিপিএমের বক্তব্য, শাহজাহানের বাড়বাড়ন্ত হয় জ্যোতিপ্রিয় মল্লিকের ছত্রছায়ায়। এখন বালু জেলে। আর তাঁর মেয়ে প্রিয়দর্শিনীর দাবি, শাহজাহানকে ‘সমাজকর্মী’ হিসাবেই চিনতেন তিনি।