Seikh Sahajahan: শাহজাহানের অনুপস্থিতিতে বিশাল অঘটন তাঁর পরিবারে, থানায় ছুটতে হল স্ত্রী তসলিমাকে
Seikh Sahajahan: জানা গিয়েছে, বৃহস্পতিবার ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেন যে শাহজাহানের স্ত্রী। তাঁর অভিযোগ, কয়েকজন কর্মচারি শাহজাহান ফেরার হওয়ার সময় থেকেই বিভিন্নভাবে মাছের আরতের হিসাব দিচ্ছেন না। যার পরিপ্রেক্ষিতে তিনি পঁচিশ লক্ষ টাকার হিসাব পাচ্ছেন না।

কলকাতা: জেলে বসেই সন্দেশখালির স্বঘোষিত ‘বাঘ’ শেখ শাহজাহান নাকি ফোনে হুমকি দিচ্ছেন। এই অভিযোগ তুলে সন্দেশখালি থানা ও ইডি-র কাছে অভিযোগ করেছিলেন ‘শেখ শাহজাহান মার্কেটের’ কর্মী রবীন মণ্ডল। এবার সেই রবীন ও তাঁর পরিবারের বিরুদ্ধে থানায় ছুটলেন শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি। তিনি নাকি ২৫ লক্ষ টাকার হিসাব পাচ্ছেন না। তাৎপর্যপূর্ণভাবে ঠিক যেদিন রবীন ইডি-র কাছে অভিযোগ জানালেন, তারপরে দিনই টাকার হিসাবে গড়মিল নিয়ে সেই অভিযোগকারী ব্যক্তির বিরুদ্ধেই থানায় গেলেন তসলিমা? উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেন যে শাহজাহানের স্ত্রী। তাঁর অভিযোগ, কয়েকজন কর্মচারি শাহজাহান ফেরার হওয়ার সময় থেকেই বিভিন্নভাবে মাছের আরতের হিসাব দিচ্ছেন না। যার পরিপ্রেক্ষিতে তিনি পঁচিশ লক্ষ টাকার হিসাব পাচ্ছেন না। সেই ২৫ লক্ষ টাকার হিসাব চেয়ে অভিযোগ করেছেন রবীনের নাম। এখনেই প্রশ্ন, শাহজাহান ফেরার ছিলেছেন গত বছর, তারপর তিনি জেলে গিয়েছেন। তাহলে এতদিন কেন মুখ খোলেননি তসলিমা? কেন গেলেন না থানায়?
প্রসঙ্গত, বুধবার রবীন মণ্ডল অভিযোগ করেন, শাহজাহান ঘনিষ্ঠ মফিজুল মোল্লাকে ফোন করে সন্দেশখালির বাঘ। তারপর তাঁকে নাকি হুমকি দিয়ে বলেন, “আমি শেখ শাহজাহান বলছি। তোদের খুব বাড় বেড়েছে। তোরা মার্কেটের বিরুদ্ধে, আমার নামে অনেক অভিযোগ করছিস। আমি আর কয়েকদিনের মধ্যেই যাচ্ছি। তুই কী ভাবছিস আমি ছাড়া পাব না?” এরপরই আতঙ্ক বাড়ে। রবীন অভিযোগ করেন থানায়। সেই আবহের মধ্যেই এবার থানায় গেলেন শাহজাহানের স্ত্রীও।





