Sandeshkhali: মালদহের পর এবার সন্দেশখালি! TMC নেতাকে লক্ষ্য করে দেদার গুলি
Sandeshkhali: সন্দেশখালি সরবেড়িয়ার আজারহাটি পঞ্চায়েত প্রধান যাদবকুমার মণ্ডল, তাঁর বাড়ি লক্ষ্য করেই চলেছে গুলি। যাদবকুমার সরবেড়িয়া এলাকার বাসিন্দা। তাঁর বাড়ি লক্ষ্য করে লাগাতার গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। বিষয়টি বুঝতে পেরে তিনি বাড়ির বাইরে আর পা রাখেননি।
সন্দেশখালি: মালদহের পর এবার সন্দেশখালি। ফের চলল গুলি। তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। তবে ওই তৃণমূল নেতা সুস্থই রয়েছেন। তবে নতুন করে আবার সন্দেশখালি কেন উত্তপ্ত হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানকার সাধারণ মানুষজন। বস্তুত, বৃহস্পতিবার মালদহেও গুলি চলার ঘটনা ঘটেছে। সেখানে তৃণমূল কাউন্সিলরের মাথা ফুঁড়ে বেরিয়ে গিয়েছে গুলি। মৃত্যু হয়েছে তাঁর। তারপর সন্দেশখালির ঘটনা নিতান্তই তাৎপর্যপূর্ণ।
সন্দেশখালি সরবেড়িয়ার আজারহাটি পঞ্চায়েত প্রধান যাদবকুমার মণ্ডল, তাঁর বাড়ি লক্ষ্য করেই চলেছে গুলি। যাদবকুমার সরবেড়িয়া এলাকার বাসিন্দা। তাঁর বাড়ি লক্ষ্য করে লাগাতার গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। বিষয়টি বুঝতে পেরে তিনি বাড়ির বাইরে আর পা রাখেননি। এরপর দুষ্কৃতীরা চলে গেলে আত্মীয়-স্বজন আসেন বাড়িতে। কিন্তু কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা জানা যায়নি।
যাদবকুমার মণ্ডল বলেন, “কাল রাতে আমি আওয়াজ পাই। পাশেই দাদার বাড়ি। আমি ফোন করি। জিজ্ঞাসা করি দাদা দেখোতো কী হচ্ছে। তখন দাদা বলল তোর ঘরের বাইরে কারা দাঁড়িয়ে আছে। পরিষ্কার দেখা যাচ্ছে বন্দুক বের করে গুলি করছে। তুই এখন বাড়ির বাইরে বেরোস না।” উল্লেখ্য, সম্প্রতি নন্দীগ্রামেও খুন হয়েছেন দুই তৃণমূল নেতা। আজ ভোরে মালদহে খুন হন আরও এক তৃণমূল নেতা। তারপর সন্দেশখালিতে ফের শাসকদলেরই এক তৃণমূল নেতা টার্গেট হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।