Sandeshkhali: ‘শেখ সাহেব, শিবু নেই, তাই এত চক্রান্ত’, বলছেন বেড়মজুরের বড় তৃণমূল নেতা
Sandeshkhali: কিন্তু, তাঁর পরিবারের উপরেই কেন এত রোষ গ্রামবাসীদের? কেন তাঁদেরকেই টার্গেট করা হচ্ছে? অজিতের দাবি সবটাই বিজেজিপ চক্রান্ত। লোকসভা ভোটের মুখে এলাকার দখল নিতেই এটা করা হচ্ছে।
সন্দেশখালি: জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, পুরোটাই যড়যন্ত্র। প্রবল জনরোষের পরদিনই মুখ খুললেন তৃণমূলের বেড়মজুরের অঞ্চল সম্পাদক অজিত মাইতি। যাবতীয় দায় চাপালেন বিজেপির ঘাড়েই। প্রসঙ্গত, একদিন আগেই এই অজিত মাইতির বিরুদ্ধে ফুঁসে উঠেছিল বেড়মজুরের বাসিন্দারা। তৃণমূল নেতা অজিত মাইতি ও তোয়াব মোল্লার ভেড়ির আলাঘরে আগুনও লাগিয়ে দেওয়া হয়। এই অজিত মাইতি এথন বলছেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সবই মিথ্যা। এর কোনও সত্যতা। সিরাজ ডাক্তার কী করেছেন তা ওনার ব্যক্তিগত বিষয়। ওই বিষয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়।”
কিন্তু, তাঁর পরিবারের উপরেই কেন এত রোষ গ্রামবাসীদের? কেন তাঁদেরকেই টার্গেট করা হচ্ছে? অজিতের দাবি সবটাই বিজেজিপ চক্রান্ত। লোকসভা ভোটের মুখে এলাকার দখল নিতেই এটা করা হচ্ছে। টিভি-৯ বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অজিত বলছেন, “আমার পরিবারের ক্ষোভ পড়ছে কারণ এলাকায় শেখ সাহেব নেই, শিবু হাজরা নেই, সামনে লোকসভা ভোট। তাই এলাকার ভোট ক্যাপচার করতে, এলাকার দখল নিতেই আমাকে অ্য়াটাক করা হচ্ছে। এরা সব বিজেপি আশ্রিত দুষ্কৃতি। যা অভিযোগ সব মিথ্যা। তদন্ত করলে কিছুই পাওয়া যাবে না। সবই মিথ্যা অভিযোগ।”
এদিকে বেড়মজুরের কাছারিবাড়ি এলাকা থেকে এই অজিত মাইতি সহ শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে। অভিযোগ, বিজেপি সমর্থক পরিবারের ঘর অক্ষত রাখাতে টাকা নিতেন তৃণমূল নেতারা। নেওয়া হত ২০ হাজার। গ্যারান্টি পাঁচ বছর। ফের তা রিনিউয়াল না করলেই ঘর ভাঙচুয়ের ফতোয়া জারি করা হত বলে খবর। সিরাজউদ্দিন-অজিতের কড়া শাস্তিরও দাবি উঠেছে। শুক্রবার থেকে দফায় দফায় তপ্ত হয়ে উঠেছে বেড়মজুর। রাস্তায় নেমেছে RAF, কমব্যাট ফোর্স।