Sheikh Shajahan: ডিজি-র রাত্রিযাপন, এতদিনে সন্দেশখালি থেকে মুছে গেলেন শেখ শাহজাহান
Sheikh Shajahan: কচি কাচাদের হাতে তুলে দেওয়া হয় ফুটবল জার্সি। তবে দখলের অভিযোগ কিন্তু মানতে চাননি বিধায়ক সুকুমার মাহাতো। গ্রামের এই মাঠে একটা সময়ে খেলা বেড়াত কচিকাচারা। কিন্তু রাতারাতি সেই মাঠে ওঠে পাঁচিল। দখলের অভিযোগ ওঠে। তারপর থেকে সেই মাঠে আর ঢুকতে পারে না গ্রামের কচি কাচারা।
সন্দেশখালি: সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহান গ্রেফতার হবেন বলে জানিয়ে দিয়েছেন ডিজি রাজীব কুমার। রাতভোর সন্দেশখালি চষে বেরিয়েছেন পুলিশ কর্তা। কেবল শাহজাহান নন, সন্দেশখালিতে যাঁরা আইন ভেঙেছেন, তাঁরা সকলেই গ্রেফতার হবেন বলে জানিয়ে দিয়েছেন ডিজি। ডিজির মুখে শাহজাহানের গ্রেফতারের প্রসঙ্গ ওঠায় প্রশ্ন উঠছে, তাহলে কি প্রভাবশালীদের হাত উঠতে শুরু করেছে শাহজাহানের মাথা থেকে? আর এসবের মধ্যেই সন্দেশখালিতে তার প্রভাব পড়তে শুরু করল। সন্দেশখালির দখল হয়ে যাওয়া খেলার মাঠে আগে অবস্থায় ফিরিয়ে দিল প্রশাসন। চুনকাম করে মুছে শেখ শাহজাহান ফ্যান ক্লাবের নাম। গ্রামবাসীদের অভিযোগ, রাতারাতি দখল হয়ে গিয়েছিল সন্দেশখালির মিশন মাঠ। শিবু হাজরার অঙ্গুলি হেলনে মাঠের চরিত্র বদলে হয়ে যায়। মাঠে ঢোকার মুখে ফলকে খোদাই হয় শেখ শাহজাহানের নাম। অভিযোগ, মাঠে খামার তৈরির পরিকল্পনা ছিল। বুধবার রাত থেকে ওই মাঠ জরিপ করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।
কচি কাচাদের হাতে তুলে দেওয়া হয় ফুটবল জার্সি। তবে দখলের অভিযোগ কিন্তু মানতে চাননি বিধায়ক সুকুমার মাহাতো। গ্রামের এই মাঠে একটা সময়ে খেলা বেড়াত কচিকাচারা। কিন্তু রাতারাতি সেই মাঠে ওঠে পাঁচিল। দখলের অভিযোগ ওঠে। তারপর থেকে সেই মাঠে আর ঢুকতে পারে না গ্রামের কচি কাচারা। বাচ্চারা তো দূরের কথা, বড়রাও সেই মাঠে আর পা মাড়াতে পারেন না। তেমনই অভিযোগ উঠছে গ্রামবাসীদের তরফে। কিন্তু বিধায়ক বলেন, “পাঁচিলে লেখা রয়েছে। কারণ ২০২২ সালে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল। সেখানে লাখ লাখ মানুষের ভিড় হয়। বোঝাই তো যাচ্ছে একটা খোলা মাঠ। সবাই ঢুকতে পারে।”
বৃহস্পতিবার সকাল থেকেই গ্রামে দেখা গেল অন্য ছবি। পাঁচিলে শেখ শাহাজাহানের নামের ওপর পড়ল কালি। নাম মুছে দেওয়া হল। অভিযোগ, মাঠে খামার তৈরির পরিকল্পনা ছিল। গতকাল রাত থেকে ওই মাঠ জরিপ করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।
সন্দেশখালি এখন প্রহর গুনছে। সন্দেশখালিতে ডিজির রাত্রিযাপন কীসের ইঙ্গিত? কবে ধরা পড়বে শাহজাহান?