AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: ‘এক জনেরও নাম বাদ গেলে, BJP নেতাদের আটকে রাখব’, সুকান্তর পাল্টা পার্থ

Partha Bhowmik On SIR: SIR নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে পালটা হুমকি দিয়ে সাংসদ পার্থ বলেন, "বৈধ ভোটারদের নাম বাদ গেলে বিজেপি কর্মীদের পাড়ায় আটকে রাখা হবে। মা দুর্গা যেমন অসুরকে বধ করেছে, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গা হয়ে ১২ কোটি মানুষের অভিভাবক বিজেপি নামক অসুরকে বধ করবে।"

SIR: 'এক জনেরও নাম বাদ গেলে, BJP নেতাদের আটকে রাখব', সুকান্তর পাল্টা পার্থ
সুকান্ত মজুমদারের পাল্টা পার্থ ভৌমিকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 16, 2025 | 6:02 PM
Share

উত্তর ২৪ পরগনা: SIR আবহে এখন শাসক নির্বাচন কমিশনের জোর সংঘাত। সংঘাত শাসক-বিরোধীরও। একই ইস্যুতে একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়ে যাচ্ছেন শাসক-বিরোধী নেতৃত্ব। ইতিমধ্যেই বাংলার মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বাংলাদেশে পাঠানোর বার্তা দিয়ে দিয়েছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এমনকি ‘গুলি চালানো’ মন্তব্যে বিতর্কেও জড়িয়েছেন। এবার সুকান্তর বিরুদ্ধে সরব বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক।

SIR নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে পালটা হুমকি দিয়ে সাংসদ পার্থ বলেন, “বৈধ ভোটারদের নাম বাদ গেলে বিজেপি কর্মীদের পাড়ায় আটকে রাখা হবে। মা দুর্গা যেমন অসুরকে বধ করেছে, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গা হয়ে ১২ কোটি মানুষের অভিভাবক বিজেপি নামক অসুরকে বধ করবে।”

সুকান্ত মজুমদারের গুলি চালানোর কথায় পার্থ ভৌমিক পাল্টা বলেন, “কত গুলি আছে, বাংলার মানুষ দেখে নেবে। আর ও যেন পালাবার পথটা খুঁজে রাখে।” পাশাপাশি পার্থ ভৌমিকের হুঁশিয়ারি, “যদি বৈধ ভোটারের নাম কাঁটা যায়, তা হলে সুকান্ত মজুমদার পর্যন্ত বাড়ির থেকে বেরতে পারবে না।”

পার্থ বলেন, “এখানে যাঁরা থাকেন, যাঁরা বহু বছর ধরে রয়েছেন, গত সব ভোটার লিস্টে যাঁদের নাম রয়েছে, তাঁদের নাম যদি ওরা বাদ দিতে চায়, পাড়ার বিজেপি নেতাদের ধরে আমরা আটকে রাখব। দেখি কী হয়। আমাদের সতর্ক থাকতে হবে, যাতে বাইরে থেকে অবৈধভাবে নাম ঢোকাতে না পারে। কোনও বৈধ ভোটারের নাম বাদ যেন না যায়।”

প্রসঙ্গত, বুধবারই  বুধবার খগেন মুর্মুদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ মিছিল বের করে রাজ্য বিজেপি। সেই মিছিল থেকেই সুকান্ত এলাকার সংখ্যালঘুদের বার্তা দিয়ে  বলেছিলেন, তৃণমূলের কথায় রাস্তায় নামবেন না, রাস্তায় নামলে কেন্দ্রীয় বাহিনী নামবে। যেমন মুর্শিদাবাদের সময় নেমেছিল। যদি দোকানঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোনও নেতার ছেলের জীবন যাবে না। কেন্দ্রীয় বাহিনী নামলে গুলি চলবে। আপনার বাড়ির লোকেদের গুলি লাগবে।” রাত পোহাতেই তার পাল্টা দিতে গিয়ে বিজেপি নেতাদেরই আটকে রাখার হুঁশিয়ারি দিলেন পার্থ।